ঐতিহাসিক সিরিজ জয়ে টাইগারদের মির্জা ফখরুলের অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ২৪, ২০২২ ৮:৪৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ২৪, ২০২২ ৮:৪৬ পূর্বাহ্ণ
স্টাফ করেসপন্ডেন্ট
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতেই প্রথমবার ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়সহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২৩ মার্চ) রাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জাগো নিউজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ অভিনন্দন বার্তা জানিয়েছেন।
শায়রুল বলেন, স্বাধীনতার মাসে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার সিরিজ জয় করে নতুন রেকর্ড সৃষ্টি করায় জাতীয় ক্রিকেট দলের সব খেলোয়াড়সহ সংশ্লিষ্ট সবাইকে বিএনপির মহাসচিব অভিনন্দন জানিয়েছেন। সিরিজের বাকী ম্যাচগুলোতেও খেলোয়াড়রা তাদের নৈপুণ্য বজায় রাখবে বলে প্রত্যাশা করেন তিনি।
দক্ষিণ আফ্রিকার মাটিতে এর আগে কোনো ফরম্যাটে একটিও জয় ছিল না বাংলাদেশের, সেখানে শুধু ম্যাচ জয়ই নয়, সিরিজ জয় রীতিমত অবিশ্বাস্য একটি ব্যাপার। বাংলাদেশের ক্রিকেট উন্নতির দুর্দান্ত একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে এ সিরিজ জয়।
এদিন বোলাররা দক্ষিণ আফ্রিকাকে ১৫৪ রানে অলআউট করে দিয়ে ম্যাচকে যতটা সহজে পরিণত করেছিলেন, ব্যাটাররা সেই সহজ কাজটাকে আরও সহজ করে নিয়েছেন। বিশেষ করে অধিনায়ক তামিম ইকবাল। অপর ওপেনার লিটন দাসকে নিয়ে অবিশ্বাস্যভাবে ১২৭ রানের জুটি গড়ে বাংলাদেশের জয়কে হাতের মুঠোয় নিয়ে আসেন তিনি।
সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্কে ৯ উইকেটের ব্যবধানে ম্যাচ জিতে ইতিহাস গড়ে মাঠ ছেড়েছেন বাংলাদেশ অধিনায়ক।