• আজ বিকাল ৩:৩৫, শুক্রবার, ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে রমজান, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কক্সবাজারে ১ লাখ পিস ইয়াবাসহ আটক ৫

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ৩, ২০২২ ৬:২৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ৩, ২০২২ ৬:২৯ পূর্বাহ্ণ

 

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং তুলাতলী এলাকায় র‍্যাব-১৫ সদস্যরা অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবাসহ পাঁচ পাচারকারীকে করেছে।

কক্সবাজার র‍্যাব-১৫ সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) মো. বিল্লাল উদ্দিন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার (২ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের হোয়াইক্যং তুলাতলী এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবাসহ পাঁচজন পাচারকারীকে আটক করতে সক্ষম হয় র‍্যাব-১৫ সদস্যরা।

আটককৃতরা হলেন- উপজেলার হোয়াইক্যং তুলাতলী এলাকার সৈয়দ আহাম্মদের ছেলে সাইফুল ইসলাম(২০),একই এলাকার গুরা মিয়ার ছেলে সৈয়দ আলম (৩২), ক্যাম্প-৯ এর মোহাম্মদ রফিকের ছেলে কামাল হোসেন (২০), ক্যাম্প-৮ বি-৩৫ ব্লকের আব্দুল মুনাফের ছেলে মো. ওমর(১৬) ও উলুবনিয়া এলাকার আক্তার কামালের ছেলে দেলোয়ার হোসেন (১৭)।

তিনি আরও জানান, উদ্ধার ইয়াবাসহ আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ