কবি ও কবিতা : জোবায়ের আল সাব্বির
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, মার্চ ১৩, ২০২২ ২:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, মার্চ ১৩, ২০২২ ২:২২ অপরাহ্ণ
১.অঙ্গীকার
বলি আমি বীরের মত,
কখনো করিব না মাথা নত।
চলিব সদা বীর হয়ে,
এই ভুবনের পথ দিয়ে।
যেখানেই দেখিব অন্যায়,
সেখানেই দেব বাধা নির্দ্বিধায়।
বিপদে আমি ধরিব ধৈর্য।
হইব না কভু অধৈর্য।
মহাপুরুষের আদর্শে হইব আদর্শিত,
অন্যকেও এমন হইতে করিব অনুপ্রাণিত।
নিজেকে করিয়া তুলিব চরিত্রবান,
মানবপ্রেমে থাকিব সদা মহীয়ান।
সবার সাথে করিব সদ্ব্যবহার,
পরোপকার করিতে ভুলিব না কোনোবার।
যে হইবে আমার অমিত্র,
তাকেই করিব ক্ষমার পাত্র।
দারিদ্রতায় থাকিব সদা অচঞ্চল,
ঐশ্বর্যের প্রতি হইব না কভু চঞ্চল।
কুসংস্কারকে দেব না কভু প্রশ্রয়,
আত্ববিশ্বাসে থাকিব নিঃসংশয়।
জ্ঞানের প্রতি আনিব মনের সাধ,
সফলতায় ভরিবে জীবন নির্ঘাত।
কোনো কাজে হইব না কাপুরুষ,
জীবন সংগ্রামে হইব বীরপুরুষ।
ভক্তি শ্রদ্ধা করিব গুরুজনে,
আদবের সহিত চলিব এই জীবনে।
গুরুজনের উপদেশ মানিয়া গড়িব নিজের জীবন,
পরিশেষে পাইব ইহার উত্তম ফলন।
বিপথে চলিয়া করিব না জীবনকে অন্ধকার,
ইহাই আমার একমাত্র অঙ্গিকার।
২.আতঙ্কিত বিশ্ব
সমগ্র বিশ্ব আজ আতঙ্কিত,
সমগ্র বিশ্ব পাপের আগুনে প্রজ্বলিত।
অন্যায়-শোষন-নির্যাতন চলছে প্রতিদিন,
পাপের ফল তো পেতেই হয় একদিন।
মানুষ বোঝে না ন্যায়-অন্যায়,চেনেনা খোদা,
কার চেয়ে কে বড় হবে তার প্রতযোগিতা।
জাতিতে জাতিতে দন্দ, তার-ই তলে মরে লাখো মানুষ,
পাপের সমুদ্রে ডুবে মানুষ হারিয়েছে হুঁশ।
নেই সুশাসন, নেই ন্যায়নীতি,
বিশ্বের মূলে রয়ে গেছে রাজনীতি।
জাতের অহংকার, ধর্মের বিভেদ,
অন্যায়ের প্রতি নেই কোনো নিষেধ।
নিজ স্বার্থে দেয় মনোযোগ,
ডানে-বামে-সামনে-পিছে যা কিছু হোক।
হে মানব, তোমরা কি বোঝ না?
নিরীহের প্রতি অত্যাচার খোদার গায়ে সহে না।
হয়ত মানুষ বুঝবে একদিন,
কিছু করার উপায় থাকবে না যেদিন।
মানে না প্রভু,
প্রভুর দিকে দুটি হাত তুলে না কভু।
তাই আজ মোদের এই অবস্থা,
যা প্রতিকারের নাই কোনো ব্যবস্থা।
মোদের প্রতি প্রভু রাগান্বিত,
রোগে-শোকে-দুঃখে বিশ্ব তাই জর্জরিত।
প্রতিকার একটাই-প্রভুর কাছে প্রার্থনা,
ক্ষমা কর মোদের, ধ্বংস করো না।
আজ থেকে সবে হয়ে যাও সাবধান,
নইলে আসবে আজাব, এইতো প্রভুন বিধান।
প্রভুর কাছে মিনতি করে বল, হে প্রভু,
ভুল করেছ মোরা আর করব না কভু।
__”কবি পরিচিতি”
আমি জোবায়ের আল সাব্বির। আমি ২০০৬ সালের ২৪ জানুয়ারি নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার মল্লিকপুর শুনই গ্রামে জন্মগ্রহন করি।বর্তমানে নেত্রকোণা সদরে আমার পরিবারের সাথে বসবাস করছি। আমার পিতা আব্দুল মান্নান, মাতা রাফেজা আক্তার। আমি বর্তমানে আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়, নেত্রকোণায় দশম শ্রেণিতে অধ্যয়নরত আছি। ছোটবেলা থেকেই আমার একটি শখ কবিতা লেখা। সেই শখের বশেই, আমি যখন সপ্তম শ্রেণিতে পড়ি তখন একটি কবিতা লিখি, যেই কবিতার নাম “অঙ্গিকার”। এটিই ছিল আমর লেখা প্রথম কবিতা। এর মাধ্যমেই আমি আমার কবিতা লেখার যাত্রা শুরু হয়। ইতিমধ্যে আমি বেশ কয়েকটি কবিতা লিখেছি যার মধ্যে রয়েছে – অঙ্গীকার, বাংলার প্রকৃতি, পল্লিজীবন, সময়,জাতির পিতার অবদান, আতঙ্কিত বিশ্ব, দুর্নীতি ইত্যাদি। আমি দেশের ইতিহাস-ঐতিহ্য, দেশের প্রকৃতি, দেশ ও বিশ্বের সমসাময়িক অবস্থাসহ বিভিন্ন বিষয়ে কবিতা লিখি। আমি আমার এই কবিতা লেখা আরো এগিয়ে নিয়ে যেতে চাই। কবিতার পাশাপাশি বাংলা সাহিত্যর অন্যান্য শাখা যেমন- গল্প, উপন্যাস, নাটক প্রভৃতি বিষয়ে আমি উল্লেখযোগ্য অবদান রাখতে চাই। আমি আমার মাতৃভাষা বাংলাকে বিশ্বসাহিত্যের কাছে আরো সমাদৃত করতে চাই।
বার্তা প্রেরক,
ইয়াসমিন আক্তার
বিশেষ প্রতিনিধি
জনতার আওয়াজ,লন্ডন।