• আজ সকাল ৬:৪৭, মঙ্গলবার, ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কর্মক্ষেত্রে পাকিস্তানের চেয়ে বাংলাদেশের নারীরা অনেক এগিয়ে : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ৮, ২০২২ ১১:৩৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ৮, ২০২২ ১১:৩৫ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

কর্মক্ষেত্রে পাকিস্তানের চেয়ে বাংলাদেশের নারীরা অনেক এগিয়ে আছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ৭০ ভাগের বেশি কাজ করে একজন নারী। কাজের ক্ষেত্রে একজন নারী ঘরে ও বাইরে সবই সামলান।

মঙ্গলবার (৮ মার্চ) জাতীয় প্রেয়ক্লাব আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘স্বাধীনতার ৫০ বছরে সাংবাদিকতায় নারী’ সেমিনারে এসব কথা বলেন তিনি।

হাছান মাহমুদ বলেন, নারীর উন্নয়ন ও অগ্রগতির মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছে সেটা আজ দৃশ্যমান। গত ১৩ বছরে বাংলাদেশ নারীর ক্ষমতায়ন হয়েছে। তুরস্কের চেয়ে আমাদের দেশের নারীরা কোনো অংশ পিছিয়ে নেই। বাংলাদেশ নারী সচিব, ডিসি, এসপি, রাজনীতিবিদ,ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ সকল পেশায় তারা আছেন। শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে বাংলাদেশ নারীর ক্ষমতায়ন ও নারীর উন্নয়ন হয়েছে তা পৃথিবীতে একটা উদাহরণ। নারীর উন্নয়ন অগ্রগতির মধ্যেই দেশের উন্নয়ন হয়। নারীদের ছাড়া দেশের উন্নয়ন সম্ভব না। পাকিস্তানের থেকে বাংলাদেশ উন্নয়নে এগিয়ে আছে শুধু তা নয়, নারীদের অধিকার ও ক্ষমতায়নেও এগিয়ে আছে। পাকিস্তানে নারীদের এতো ক্ষমতায়ন ও কর্মক্ষেত্রে সুযোগ দেয় হয় না। যেসকল দেশে নারীরা পিছিয়ে সেসকল দেশ উন্নয়ন অগ্রগতিতেও পিছিয়ে। শেখ হাসিনার নেতৃত্বে নারীর উন্নয়নে এগিয়ে যাচ্ছে।

যুদ্ধের কারণেই বিশ্বে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, কয়েকদিন যাবত দেখছি বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্রব্যমূল্যের বৃদ্ধি নিয়ে কথা বলছে। যুদ্ধের কারণে দ্রব্যমূল্য পুরো পৃথিবীতে বৃদ্ধি পেয়েছে। আমাদের দেশেও যে কিছু কিছু পণ্যের দাম বৃদ্ধি পায়নি তা কিন্তু নয়। কিন্তু সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে কাজ করে যাচ্ছে। দ্রব্যমূল্য বৃদ্ধির এই সুযোগ যদি কোনো অসাধু ব্যবসায়ী দাম আরো বাড়িয়ে দেয় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে সরকার। দুর্যোগের সুযোগ দ্রব্যমূল্য বাড়িয়ে দেওয়া কোনো সৎ ব্যবসায়ীর কাজ নয়।

দেশের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে বিএনপি নেতাদের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, মানুষের মাথাপিছু আয় প্রায় ২৬শ ডলার বেড়েছে। আজকে একজন শ্রমিকের মজুরি ৮শত টাকা। মানুষের ক্রয় ক্ষমতার তিনগুণ বৃদ্ধি পেয়েছে। সেই তুলনায় দ্রব্যের দাম তেমন বাড়েনি। শুধু বাংলাদেশে নয় যুদ্ধের কারণে পৃথিবীর সমস্ত দেশেই দাম বেড়েছে।

বিএনপি দ্রব্যমূল্য দাম নিয়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য সমালোচনা করছে।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল হাসান বুলবুল, ডাকসুর প্রথম নারী ভিপি মাহফুজা চৌধুরী, দৈনিক আমাদের নতুনসময়ের সম্পাদক নাছিমা খান মন্টিসহ বিভিন্ন নারী সাংবাদিকবৃন্দ।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ