কাতার আর্মিতে বিশ্বনাথের তরুণ হাসানুর
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, মার্চ ২৩, ২০২২ ৯:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, মার্চ ২৩, ২০২২ ৯:০১ অপরাহ্ণ
ডেস্ক নিউজ
কাতারের আর্মি বাহিনীতে নিয়োগ পেয়েছেন সিলেটের বিশ্বনাথের তরুণ হাসানুর রহমান।
সে (হাসানুর) উপজেলার অলংকারী ইউনিয়নের টেক কামালপুর গ্রামের হাবিবুর রহমান ও শিউলি বেগম দম্পতির পুত্র।
উচ্চ শিক্ষা গ্রহন শেষে সম্প্রতি হাসানুর রহমান কাতার আর্মি ফোর্সে যোগ দেন। তার এই সাফল্যে হাসানুর রহমানের গ্রামের বাড়ি টেক কামালপুরে আনন্দের বন্যা বইছে।
হাসানুরের পরিবার সূত্রে জানা গেছে, পিতা হাবিবুর রহমান কাতার প্রবাসী থাকার সুবাদে হাসানুর রহমান উচ্চ শিক্ষা লাভের জন্য গত চার বছর পূর্বে কাতার যান। সেখানে লেখাপড়া শেষে হাসানুর কাতার আর্মিতে যোগ দেন। তিন ভাইয়ের মধ্যে হাসানুর রহমান সবার বড়। হাসানুর রহমান আদর্শের সাথে তার কর্মজীবনে কাজ করতে চান।
এজন্য হাসানুর বিশ্বনাথ উপজেলাবাসীসহ দেশবাসীর কাছে দোয়াপ্রার্থী।