কারও গাফিলতি পেলেই ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, জুন ৭, ২০২২ ৮:৫৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, জুন ৭, ২০২২ ৮:৫৮ পূর্বাহ্ণ

স্টাফ করেসপন্ডেন্ট
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নি দুর্ঘটনায় যাদেরই গাফিলতি পাওয়া যাবে, শাস্তি তাদের পেতেই হবে। তদন্তের ফলাফল পাওয়ার পরে আমরা সেটি নির্ধারণ করব।’
আজ মঙ্গলবার (৭ জুন) বেলা সাড়ে ১১টায় রাজধানীর পুরান ঢাকার ফুলবাড়িয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে নিহত ফায়ার ফাইটার শাকিল তালুকদারের জানাজা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুইটা উচ্চপর্যায়ের তদন্ত দল ঘটনাস্থলে কাজ করছে। তদন্তের ফল প্রকাশ না পাওয়া পর্যন্ত কারও গাফিলতি ছিল কি না কিংবা নাশকতা কিংবা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আগুন ধরিয়েছে কি না—এর সবগুলোই তদন্তের আগে আমরা বলতে পারছি না। কিছু একটা ঘটেছে, তা না হলে এত প্রাণ যায় না এটাও আমি বিশ্বাস করি।’
আসাদুজ্জামান খান বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা যে অকুতোভয় সৈনিক, তারা সব সময় এটার প্রমাণ দিয়েছেন। এফআর টাওয়ারসহ বিভিন্ন সময়ে আপনারা দেখেছেন। এখানেও তারা সেই সাহসিকতার পরিচয় দিয়েছেন। এক মুহূর্ত তাঁরা দেরি করেননি, ছুটে গিয়েছেন। তারা যথাযথ প্রচেষ্টা নিয়েছিলেন। দুর্ভাগ্য, এতে তারা ৯ জন নিহত হয়েছেন, তিনজনের মৃতদেহ শনাক্ত হয়নি। সিএমএইচসহ বিভিন্ন হাসপাতালে গুরুতর আহত হয়ে ১৫ জন চিকিৎসা নিচ্ছেন।
অগ্নিকাণ্ডের ঘটনায় প্রভাবশালীদের হাত থাকলে নমনীয় হবেন কি না, জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘যদি কারও গাফিলতি দেখা যায়, যদি কেউ কোনো রকমভাবে নাশকতা করে থাকেন, এর শাস্তি তাকে পেতেই হবে। তারপরে আমরা সেটি নির্ধারণ করব।’
স্বাধীন খবর ডটকম/আ আ
