• আজ বিকাল ৫:২৭, বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রজব, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কালীগঞ্জে অগ্নিকান্ডে ১২টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, কোটি টাকা ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ১১, ২০২২ ৮:০২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ১১, ২০২২ ৮:০২ পূর্বাহ্ণ

 

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার শিয়ালখোওয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১২ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় কোটি টাকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান।

শুক্রবার (১১ মার্চ) সকাল সাড়ে ৫ টার দিকে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

কালীগঞ্জ ও হাতীবান্ধা ফায়ার সার্ভিস প্রায় দেড় ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করেন। অনেকেই দাবী করছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা হলেন, হেলাল হোসেন (কাপড় ব্যবসায়ী), আবু তাহের (কাপড় ব্যবসায়ী), হযরত আলী (কাপড় ব্যবসায়ী), আউয়াল হোসেন (কাপড় ব্যবসায়ী), সুলতান মিয়া (দরজি), হাসমত আলী ( ওষুধ ব্যবসায়ী), হিমাংশু রায় (স্বর্ণ ব্যবসায়ী), হাসান হোসেন (স্টুডিও ব্যবসায়ী) সহ ১২ জন বিভিন্ন ব্যবসায়ী।

চলবলা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান মিজু জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অগ্নিকান্ডে হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

হাতীবান্ধা ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ মনির হোসেন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ