• আজ সকাল ৭:১৪, সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কালুরঘাটে বিশেষ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ২২, ২০২২ ৭:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ২২, ২০২২ ৭:২৩ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক

১৯৭১ সালে ২৬ মার্চ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা স্মরণীয় করে রাখার জন্য চট্টগ্রামের কালুরঘাটে বিশেষ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। গত ২১ মার্চ সোমবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, বাবু গয়েশ^র চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু।

সভায় নিম্নবর্ণিত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়।

১। সভায় বিগত ১৪ মার্চ অনুষ্ঠিত সভায় ৩ নং সিদ্ধান্ত সংশোধন করে নিম্নবর্ণিত সংশোধনীসহ সিদ্ধান্তসমূহ গৃহীত ও অনুমোদিত হয়। ৩ নং সিদ্ধান্তের সংশোধনী নিমরূপ : ১৯৭১ সালের ২৬ মার্চ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র হতে স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার যে আহ্বান জানিয়েছিলেন সেই দিনটিকে এবং ঐতিহাসিক কালুরঘাট বেতার কেন্দ্রকে স্মরণীয় করে রাখার জন্য চট্টগ্রামের কালুরঘাটে বিশেষ কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ বিষয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের জাতীয় কমিটির চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়।

২। সভায় সাবেক রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। সভা মনে করে, তিনি শুধুমাত্র একজন প্রাজ্ঞ বিচারকই ছিলেন না, তিনি জাতির বিশেষ ক্রান্তি লগ্নে তার ওপর অর্পিত দায়িত্ব দৃঢ়তা, সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করেছেন এবং গণতন্ত্রে উত্তরণের পথে নিরপেক্ষভাবে নেতৃত্ব দিয়েছেন। বিচারপতি সাহাবুদ্দীনের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তার পরিবার পরিজনের নিকট সমবেদনা জ্ঞাপন করা হয়।

৩। সভায় দেশে যখন নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য বৃদ্ধির ফলে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে, সেই সময় রাষ্ট্রীয় মালিকানাধীন গ্যাস বিতরণ কোম্পানীগুলোর খুচরা গ্রহক পর্যায়ে গ্যাসের মূল্য ৩৩% বৃদ্ধির প্রস্তাবকে অযৌক্তিক এবং অমানবিক বলে উল্লেখ করা হয়। মূল্য বৃদ্ধির প্রস্তাবের বিরোধিতা করার লক্ষ্যে বিইআরসির গণশুনানিতে একটি ৫ সদস্যের টিম পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

৪। সভায় আগামী ৭ এপ্রিল বিশ^ স্বাস্থ্য দিবস পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদককে দায়িত্ব অর্পণ করা হয়।

৫। সভায় পবিত্র রমজান মাসে আলেম, ওলামা ও এতিম, বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং কূটনীতিকদের সম্মানে ৪টি ইফতার মাহফিল অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ