কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ১০, ২০২২ ১১:১৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ১০, ২০২২ ১১:১৮ পূর্বাহ্ণ
সিলেট প্রতিনিধি
সিলেট মদন মোহন কলেজের সাবেক অধ্যাপক কোম্পানী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুস সোবাহান বলেছেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে। তাহলেই নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বলেই এই দেশ স্বাধীন হতে পেরেছে। বঙ্গবন্ধুর ডাকে বীর মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে এই দেশ স্বাধীন করেছে। তাই মুক্তিযোদ্ধাদের সম্মান দিতে হবে। প্রধামন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা দিয়ে যাচ্ছেন। যার ফলে মুক্তিযোদ্ধারা সম্মানবোধ করছেন।
বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ১১টায় কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মুহিব উস সালাম রিজভীর সভাপতিত্বে ও সহকারী মৌসুমী সাংমার পরিচালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরা ঘোষ।
এসময় উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষক-শিক্ষার্থীরা।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কবিতা, ছড়া ও গান প্রতিযোগিতা আয়োজন করা হয়। কবিতায় ১ম স্থান অধিকার করেন দশম শ্রেণীর ক শাখার ছাত্রী অন্তরা চৌধুরী মিলি, ২য় অষ্টম শ্রেণীর খ শাখার ছাত্রী তাইবা আক্তার সামিয়া, ৩য় গ শাখার ছাত্রী সামিয়া আক্তার সুমি, সংগীত প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন দশম শ্রেণীর খ শাখার ছাত্রী স্নেহা সরকার, ২য় অষ্টম শ্রেণীর গ শাখার ছাত্রী যোগমায়া দেব প্রাচী, ৩য় দশম শ্রেণীর ছাত্রী অনন্যা দাস ঐশী। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।