কুটক্তির প্রতিবাদে ময়মনসিংহে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, জুলাই ১৮, ২০২২ ২:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, জুলাই ১৮, ২০২২ ২:৪৫ অপরাহ্ণ
স্টাফ করেসপন্ডেন্ট
ময়মনসিংহ নগরীতে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। নগরীর বেশ কয়েকটি স্পটে পৃথক পৃথক ভাবে এ বিক্ষোভ মিছিল করেন ময়মনসিংহ মহানগর, দক্ষিণ ও উত্তর জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
আজ সোমবার বিকেলে নগরীর বিভিন্ন স্থানে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিল করেন তারা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এক আওয়ামীলীগ নেতার কুটক্তির প্রতিবাদে এ কর্মসূচী পালন করা হয় বলে জানান বিক্ষোভকারীরা।
এর অংশ হিসেবে বিকেলে ময়মনসিংহ মহানগর ছাত্রদল নগরীর নতুন বাজার এলাকা থেকে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের করে নতুন বাজারস্থ দলীয় কার্যালয়ে গিয়ে শেষ করে। এ সময় পুলিশ মিছিলকারীদের বাঁধা দিলে সেখানেই অবস্থান নিয়ে সমাবেশ করে ছাত্রদল নেতাকর্মীরা।
এ মিছিলের নেতৃত্ব দেন মহানগর ছাত্রদলের সভাপতি নাইমুল করিম লুইন ও সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিন। এ সময় সংগঠনের কয়েক শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এছাড়াও পৃথক আয়োজনে প্রতিবাদ মিছিল করেছে দক্ষিণ জেলা ছাত্রদল। নগরীর আমলাপাড়া থেকে এ মিছিলটি শুরু হয়ে নতুন বাজারস্থ দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এমিছিলের নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি মাহাবুবুর রহমান রানা এবং সাধারণ সম্পাদক আবু দাঈদ রায়হান।
এদিকে নগরীর রেলিমোড় এলাকায় সংগঠনের সভাপতি নিহাদ সালমান ডুনন এবং সাধারণ সম্পাদক রায়হান শরীফ হলুদের নেতৃত্বে প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেছে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদল।
এছাড়াও বিচ্ছিন্ন ভাবে দক্ষিণ জেলা ও উত্তর জেলা ছাত্রদলের ব্যানারে আরও কয়েকটি প্রতিবাদ মিছিল করেছে একাধিক গ্রপ-উপ গ্রুপের নেতাকর্মীরা।