কুমিল্লা সিটি নির্বাচন শেষ সময়ে জমে উঠেছে প্রচারণা
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, জুন ৯, ২০২২ ৬:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, জুন ৯, ২০২২ ৬:১৭ অপরাহ্ণ

স্টাফ করেসপন্ডেন্ট,কুমিল্লা থেকে
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের আর মাত্র ৪ দিন বাকি। শেষ সময়ে প্রচারণা জমে উঠেছে। কে হচ্ছেন মেয়র এমন আলোচনা এখন সর্বত্র। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই মেয়র প্রার্থীরা ছুটে যাচ্ছেন ভোটারদের নিকট। পিছিয়ে নেই কাউন্সিলর প্রার্থীরাও। এদিকে কুসিক নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিতদের ১৩ জনকে ঢাকায় ডাকা হয়েছে। আজ শুক্রবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে তাদেরকে নিয়ে বৈঠকে বসবেন দলের নেতৃবৃন্দ। নৌকার প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা জোরদারসহ জয় নিশ্চিত করতে তাদের সঙ্গে আলোচনা হবে বলে সূত্র জানিয়েছে। অপরদিকে ভোটকেন্দ্রে ইভিএম পদ্ধতির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে দুই সহস্রাধিক কর্মকর্তা নির্বাচন কমিশনের আওতাধীন প্রশিক্ষণ নিতে শুরু করেছেন।
আগামী ১৫ই জুন নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে এরইমধ্যে কেন্দ্রীয় কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত নন্দী রায়, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রকৌশলী আবদুস সবুরসহ অন্যরা গণসংযোগ করেছেন।
গতকাল বিকালে প্রকৌশলী আবদুস সবুর জানান, শুক্রবার ঢাকায় দলের অফিসে কুমিল্লাস্থ নেতৃবৃন্দকে নিয়ে আলোচনা সভা হবে। এদের মধ্যে সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিতদের উপস্থিত থাকার কথা বলা রয়েছে। শনিবার কেন্দ্রীয় নেতৃবৃন্দ আবারো কুমিল্লায় প্রার্থীর পক্ষে গণসংযোগের জন্য আসবেন। এদিকে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন গতকাল দলীয় নেতাকর্মীদের নিয়ে নগরীতে নৌকার পক্ষে প্রচারণা চালান।
এদিকে গতকাল দুপুরে কুমিল্লা নগরী থেকে প্রায় ১৫ কিলোমিটার পশ্চিমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডুবাইরচর এলাকায় হোটেল নূর মহলে আয়োজিত মহানগর আওয়ামী লীগের নেতাকর্মী ও ইউপি চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় সভা হয়েছে। এতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিগত ১৩ বছর শেখ হাসিনার নেতৃত্বে সরকার যে উন্নয়ন করেছে জনগণ এর সুফল ভোগ করছে। এ কারণে সকল নির্বাচনেই জয়ের বিষয়ে আমরা শতভাগ আশাবাদী। আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনেও নৌকার জয় হবে ইনশাআল্লাহ।
এ সময় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি, কেন্দ্রীয় কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত নন্দী রায়, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল, দাউদকান্দি পৌরসভার মেয়র নাঈম ইউসুফসহ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। অপরদিকে কুসিক নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত ১৩ জন শুক্রবার ঢাকায় আসছেন। নৌকার মনোনয়ন প্রত্যাশী মাসুদ পারভেজ খান ইমরান ও আনিছুর রহমান মিঠু সাংবাদিকদের জানান, দলের একজন কেন্দ্রীয় নেতার ফোন পেয়ে তারা শুক্রবার ঢাকায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন। এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে নৌকার প্রার্থীর জয়ের বিষয়ে আলোচনা ও করণীয় সম্পর্কে তাদের নির্দেশনা দেয়া হবে বলে জানা গেছে।
স্বাধীন খবর ডটকম/আ আ
