• আজ সকাল ৭:০৫, মঙ্গলবার, ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কুসিক নির্বাচন: কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ইভিএম

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ১৪, ২০২২ ১১:৪৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ১৪, ২০২২ ১১:৪৫ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) নির্বাচন। আগামীকাল বুধবার (১৫ জুন) নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করছে নির্বাচন কমিশন। ভোট হবে ইভিএমে। এজন্য কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)।

মঙ্গলবার (১৪ জুন) কুমিল্লা জিলা স্কুলের শহীদ আবু জাহিদ মিলনায়তন থেকে ইভিএম বিতরণ করা হচ্ছে। ট্রাকে করে ইভিএম যাচ্ছে নগরীর বিভিন্ন কেন্দ্রে।

রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী কেন্দ্রের ভোটগ্রহণ সরঞ্জামাদি বিতরণ তত্ত্বাবধান করছেন। ১০৫টি ভোটকেন্দ্রে নিয়োগকৃত ১০৫ জন প্রিজাইডিং অফিসারের মাধ্যমে সরঞ্জামাদি বিতরণ করা হচ্ছে। প্রিজাইডিং অফিসাররা কেন্দ্রে নিয়োগকৃত সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার এবং আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে কেন্দ্রগুলো ভোটগ্রহণ করবেন।

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এক হাজার ২৬০ জন আনসারসহ তিন হাজার ৬০৮ জন পুলিশ সদস্য নিয়োগ করা হয়েছে। জেলা পুলিশ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ৭৫টি চেক পোস্ট, স্ট্রাইকিং ফোর্স, ৫০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, নয়জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ১৫ প্লাটুন বিজিবি এবং র‌্যাব নিয়োগ করা হয়েছে।

নির্বাচনকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ। মঙ্গলবার (১৪ জুন) দুপুরে কুমিল্লা স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।

পুলিশ সুপার বলেন, আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের ১০৫টি ভোট কেন্দ্র রয়েছে। ভোটকেন্দ্রে নিরাপত্তা পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে আমাদের পর্যাপ্তসংখ্যক মোবাইল কোর্ড কাজ করবে একই সঙ্গে। আমাদের পুরো সিটি করপোরেশন এলাকায় ৭৫টি চেকপোস্ট গঠন করেছি। ১২ প্লাটন বিজিবি থাকবে।

কেন্দ্র নিরাপত্তা বাহিরেও কেন্দ্রের ঝুঁকি অনুমান করে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, আমরা সবকিছু মাথায় রেখেই কাজ করছি। এরইমধ্যে একজন সন্দেহভাজন ব্যক্তিতে নিরাপত্তা চৌকিতে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে।

১০৫টি কেন্দ্রের ৬৪০টি ভোটকক্ষে ভোটগ্রহণ করা হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশন প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করেছে।

২৭টি ওয়ার্ডে এক লাখ ১৭ হাজার ৯২ জন নারী ভোটারসহ দুই লাখ ২৯ হাজার ৯২০ জন ভোটার তাদের প্রতিনিধি নির্বাচন করবেন।

তৃতীয়বারের মতো অনুষ্ঠিত কুমিল্লা সিটি নির্বাচনে পাঁচজন মেয়র প্রার্থী, নয়টি সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৬ জন মহিলা কাউন্সিলর প্রার্থী এবং ২৫টি ওয়ার্ডে ১০৮ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের মধ্যে দুটি ওয়ার্ড ৫ ও ১০নং ওয়ার্ডে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতা দুইজন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!