• আজ রাত ১১:২২, বৃহস্পতিবার, ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কুসিক নির্বাচন থেকে সরে যাচ্ছেন নৌকার বিদ্রোহী প্রার্থী

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ২৪, ২০২২ ৬:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ২৪, ২০২২ ৬:৫২ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

কুসিক নির্বাচন থেকে সরে যাচ্ছেন নৌকার বিদ্রোহী প্রার্থী
আওয়ামী লীগ নেতা প্রয়াত অধ্যক্ষ আফজল খানের বড় ছেলে মাসুদ পারভেজ খান ইমরান কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন। নৌকার প্রার্থী আরফানুল হক রিফাতকে সমর্থন দিয়ে ২৬ মে তিনি তার প্রার্থীতা প্রত্যাহার করবেন।

মঙ্গলবার (২৪ মে) সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে নৌকার বিদ্রোহী প্রার্থী মাসুদ পারভেজ খান, তার বোন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমাকে নিয়ে বৈঠক করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এসময় উপস্থিত ছিলেন দলের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, দপ্তর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া।

বৈঠক শেষে দলের যুগ্ম-সাধারণ আ ফ ম বাহাউদ্দিন নাছিম সাংবাদিকদের বলেন, কুমিল্লার নির্বাচনের ফলাফল নিয়ে অনেক ধরনের আলোচনা হচ্ছে। আমরা একটা পরিচ্ছন্ন নির্বাচনের মধ্য দিয়ে, অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে, শান্তিপূর্ণ-অবাধ-নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক সেই লক্ষ্যে আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে যাকে মনোনয়ন দেয়া হয়েছে তার বিপক্ষে যারা দাঁড়িযয়েছে, তার সঙ্গে আলোচনা করেছি।

তিনি বলেন, আগামী ১৫ জুন যে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন, জননেত্রী শেখ হাসিনার প্রার্থীর পক্ষে বঙ্গবন্ধুকন্যার পরামর্শ ও নির্দেশনা অনুযায়ী তারা কাজ করবে। তারা সরে দাঁড়িয়ে। তারা কথা দিয়ে গেছেন।’

এ সময় বাহাউদ্দীন নাছিম প্রয়াত অধ্যক্ষ আফজল খানের পরিবারকে ‘বঙ্গবন্ধুর আদর্শের প্রকৃত সৈনিক’ বলে আখ্যা দেন।

নাছিম বলেন, আমাদের পার্টির সাধারণ সম্পাদক তাদেরকে কিছু পরামর্শ দিয়েছেন। সবকিছু মিলিয়ে তারা স্বাচ্ছন্দ্যেই তাদের প্রার্থী প্রত্যাহার করে নিয়েছেন। এক্ষেত্রে আমরাও খুশি এবং আমরা এমনটাই প্রত্যাশা করেছিলাম। আমাদের যে প্রত্যাশা ছিল তাদেরকে মর্যাদা সম্মান দিলে তারা দলের নীতি আদর্শের প্রতি যেকোনো সেক্রিফাইজ করতে পারবে। তারা তাদের ঘোষণার মধ্য দিয়ে সেটি অক্ষুণ্ন রেখেছেন।

আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন দৃষ্টান্তকারী নির্বাচন হবে। সেখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে কাজ করে নৌকার প্রার্থীকে বিজয়ী করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

এর আগে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে মেয়র পদে ১৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তাদের মধ্যে যাচাই-বাছাই শেষে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আরফানুল হক রিফাতের মনোনয়ন চূড়ান্ত করে কেন্দ্রীয় আওয়ামী লীগ।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ