• আজ ভোর ৫:১৮, শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কৃষকদের আত্মহত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে কৃষকদলের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ৩, ২০২২ ৯:৩৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ৩, ২০২২ ৯:৩৩ পূর্বাহ্ণ

 

সিনিয়র করেসপন্ডেন্ট

ধানি জমিতে বেড়ে চলেছে ঘাস। এগুলো পরিস্কার করে, দিতে হবে সার। পরিচর্যা শেষে ঘরে উঠবে ফসল। এরপর ঘুচবে ঋণের বোঝাও। আর এজন্য প্রয়োজন পানি সেচ। কিন্তু পানি না পেয়ে ক্ষোভে আত্মহত্যার পথ বেছে নিলেন অভিনাথ মারান্ডি ও রবি মারান্ডি নামের দুই সাঁওতাল কৃষক।
এমন ঘটনা ঘটেছে, রাজশাহীর গোদাগাড়ির নিমঘুটু গ্রামে। গত ২৩ মার্চ বিষপান করেন তারা। কার্ডের মাধ্যমে কিংবা ঘণ্টা চুক্তিতে কৃষকরা পাম্প থেকে পানি পেয়ে থাকেন। পরিবারের অভিযোগ, যথাসময়ে পানি না পাওয়ায় ক্ষোভ থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা।
কৃষকদের আত্মহত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে রোববার, এপ্রিল ৩, ২০২২, জাতীয়তাবাদী কৃষকদল কর্মসূচি ঘোষণা করেছে—
১। আগামী ০৬ এপ্রিল ২০২২, ঢাকায় প্রতিবাদ সমাবেশ।
২। ০৭ এপ্রিল ২০২২, দেশব্যাপী জেলা ও মহানগরে মানববন্ধন ও বিক্ষোভ।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ