• আজ সকাল ৬:৪৯, সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কেউ ভয় পাবেন না, শনিবারের কর্মসূচি চালু থাকবে: জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, নভেম্বর ১, ২০২৪ ৪:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, নভেম্বর ১, ২০২৪ ৪:১২ অপরাহ্ণ

 

জীবন যায় যাক, তবে অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করতেই হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। তিনি ঘোষণা করেছেন, জীবনের ঝুঁকি নিয়েও আগামীকাল শনিবার কাকরাইলে জাতীয় পার্টির সমাবেশ অনুষ্ঠিত হবে।

আজ শুক্রবার দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন জি এম কাদের। তিনি ২০০৮ সালের নবম সংসদ থেকে ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচন পর্যন্ত জাতীয় পার্টির কার্যক্রম তুলে ধরেন।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্রদের ব্যানারে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। জাতীয় পার্টি জানায়, ওই সময় নেতাকর্মীরা শনিবারের সমাবেশের প্রস্তুতি সভায় ছিলেন।

ঘটনার প্রতি নিন্দা জানিয়ে জি এম কাদের বলেন, “২ নভেম্বর (শনিবার) আমাদের কর্মসূচি চলবে। কেউ ভয় পাবেন না। আমরা মরতে এসেছি, মরতে চাই। কতজনকে মারবে, সেটা দেখতে চাই। মনে রাখবেন, ইসলামের শিক্ষা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো। হাত দিয়ে প্রতিবাদ করতে না পারলে মুখ দিয়ে করুন, এবং যদি সেটা সম্ভব না হয়, অন্তরে ঘৃণা রাখুন। আমাদের এই জন্য জীবন দিতে প্রস্তুত থাকতে হবে।”

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!