কেউ ভয় পাবেন না, শনিবারের কর্মসূচি চালু থাকবে: জি এম কাদের
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, নভেম্বর ১, ২০২৪ ৪:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, নভেম্বর ১, ২০২৪ ৪:০৬ অপরাহ্ণ
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন যে, জীবনের ঝুঁকি নিয়েও তিনি অন্যায় ও বৈষম্যের প্রতিবাদ অব্যাহত রাখবেন। তিনি ঘোষণা দিয়েছেন যে আগামীকাল শনিবার কাকরাইলে জাতীয় পার্টির সমাবেশ হবে।
আজ শুক্রবার দুপুরে বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জি এম কাদের এই কথা জানান। এ সময় তিনি ২০০৮ সালের নবম সংসদ থেকে ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচন পর্যন্ত জাতীয় পার্টির ভূমিকা নিয়ে কথা বলেন।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্রদের ব্যানারে প্রথমে হামলা এবং পরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। জাতীয় পার্টির পক্ষ থেকে জানানো হয়, ওই সময় তাদের নেতা-কর্মীরা শনিবারের সমাবেশের প্রস্তুতি সভা করছিলেন।
এ ঘটনার নিন্দা জানিয়ে জি এম কাদের বলেন, ‘আমরা ২ তারিখ (২ নভেম্বর, শনিবার) যে কর্মসূচি দিয়েছি, তা চালু থাকবে। কেউ ভয় পাবেন না। আমরা মরতে এসেছি, মরতে চাই। কতজনকে মারবেন তারা, তা আমরা দেখতে চাই। ইসলামের শিক্ষা অনুযায়ী অন্যায়ের প্রতিবাদ করা আমাদের দায়িত্ব। আমরা হাত দিয়ে প্রতিবাদ করতে না পারলে মুখ দিয়ে করব, আর মুখ দিয়েও না পারলে অন্তর দিয়ে ঘৃণা করব। আমরা জীবন দিতে প্রস্তুত।’