কেপটাউনে সিরাজের আগুনে দক্ষিণ আফ্রিকা শেষ ৫৫ রানেই
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জানুয়ারি ৩, ২০২৪ ৪:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, জানুয়ারি ৩, ২০২৪ ৪:৫৭ অপরাহ্ণ
দলীয় ৫০ রান যাঁর ব্যাট থেকে এসেছে, সেই ব্যাটসম্যানের নাম শুনেই কিছুটা অনুমান করে যাওয়ার কথা কী ঘটেছে। টসে জিতে ব্যাটিং নিয়ে কেপটাউনে মোহাম্মদ সিরাজের আগুনে বোলিংয়ে ছারখার হয়ে গেছে স্বাগতিকেরা। সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে প্রথম দিনের প্রথম সেশনেই তারা গুটিয়ে গেছে ৫৫ রানে, সিরাজ নিয়েছেন ৬ উইকেট। এমন কিছু ঘটবে জানলে এলগার নিশ্চয়ই টসের পর অমন সিদ্ধান্ত নিতেন না!
কেপটাউনে দক্ষিণ আফ্রিকার এটি চতুর্থ সর্বনিম্ন স্কোর, ১৮৯৯ সালের পর এত কম রানে এ মাঠে গুটিয়ে যায়নি প্রোটিয়ারা। দেশের মাটিতেও গত ১২৫ বছরের মধ্যে এত কম রানে অলআউট হয়নি তারা। সব মিলিয়ে ১৯৩২ সালের পর এত কম রানে অলআউট হলো তারা। মানে ১৯৯২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের পর এত কম রানে অলআউট হয়নি তারা।
বিস্তারিত আসছে…