কেশবপুরে তরিকুল ইসলামের ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, নভেম্বর ৪, ২০২২ ৯:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, নভেম্বর ৪, ২০২২ ৯:৩৬ অপরাহ্ণ
যশোরের কেশবপুর থানা ও পৌর বিএনপির উদ্যোগে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলামের ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
আজ শুক্রবার (০৪ নভেম্বর) বিকেলে এ উপলক্ষে স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাসের সভাপতিত্বে দলীয় কার্যালয় চত্বরে অনুষ্ঠিত স্বরণ সভায় প্রধান অতিথি হিসেবে তরিকুল ইসলামের জীবনী নিয়ে আলোচনা করেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবুল হোসেন আজাদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা বিএনপির আহ্বায়ক মশিয়ার রহমান, যুগ্ম-আহ্বায়ক আব্দুর রাজ্জাক।
থানা বিএনপির যুগ্ম-আহবায়ক মাসুদুজ্জামান মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় আরো বক্তব্য রাখেন থানা বিএনপি’র যুগ্ম-আহবায়ক প্রভাষক আলাউদ্দিন আল, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুব উদ্দিন বিশ্বাস, যুগ্ম -সাধারণ সম্পাদক আব্দুল হালিম অটল, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, থানা বিএনপি’র যুগ্ম আহবায়ক রেজাউল ইসলাম. হুমায়ুন কবীর সুমন প্রমূখ। এ সময় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বরণ সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তরিকুল ইসলামের রুহের মাগফিরাত এনং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
মোনাজাত পরিচালনা করেন মাওলানা শরিফুল ইসলাম। এর আগে কেশবপুর থানা ও পৌর স্বেচ্ছাসেবকদল এবং যুবদলের উদ্যোগে তরিকুল ইসলামের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।