• আজ ভোর ৫:০৯, শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কে কোথায় ঈদ করবেন বিএনপি নেতারা

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ৯, ২০২২ ১০:৪১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ৯, ২০২২ ১০:৪১ পূর্বাহ্ণ

 

সিনিয়র করেসপডেন্ট

এক যুগেরও বেশি সময় ক্ষমতা বলয়ের বাইরে থাকা বিএনপির ঈদ আনন্দও যেন কিছুটা বর্ণহীন। আগামী জাতীয় নির্বাচনে শেষ পর্যন্ত বিএনপি অংশ নেবে কি নেবে না, এ নিয়েও দলটির নেতাকর্মীরা রয়েছেন চ্যালেঞ্জের মুখে। এরপরও ঈদ ঘিরে দলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে সব পর্যায়ের নেতাদের প্রস্তুতি রয়েছে। প্রতি বছরের মতো এবারও তাদের কেউ কেউ ঢাকায় আবার কেউ কেউ ঈদ করবেন নিজ নিজ নির্বাচনী এলাকায়।

কারান্তরীণ থাকা এবং মহামারি করোনাভাইরাসের কারণে গত কয়েক বছর ঈদ উদযাপন করতে পারেননি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তবে এবার দুই নাতনির সঙ্গে কোরবানির ঈদ উদযাপন করবেন তিনি। এরইমধ্যে তার কনিষ্ঠপুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোর দুই কন্যা জাফিয়া রহমান ও জাহিয়া রহমান বিদেশ থেকে ঢাকায় পৌঁছেছেন। গুলশানের বাসায় ঈদ করবেন বিএনপি চেয়ারপারসন।

খালেদা জিয়া ছাড়াও দলের অন্য শীর্ষ নেতারা এবার কে কোথায় ঈদুল আজহা উদযাপন করছেন, একনজরে তা তুলে ধরা হলো।

দলের স্থায়ী কমিটির অধিকাংশ সদস্য এবার ঢাকায় ঈদ করবেন। ঈদের দিন সন্ধ্যার পর দলীয় চেয়ারপারসনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে স্থায়ী কমিটির নেতাদের।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দণ্ডপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন যুক্তরাজ্যে অবস্থান করছেন। তার স্ত্রী ডা. জোবাইদা রহমান, কন্যা জাইমা রহমান ও ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথিও লন্ডনে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান  জানিয়েছেন, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান এবার ঢাকায় ঈদ করবেন।

ড. আব্দুল মঈন খান জাতিসংঘের একটি সেমিনারে অংশ নিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তিনি সেখানেই ঈদ করবেন, ঈদের পর তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

আমির খসরু মাহমুদ চৌধুরী এরইমধ্যে নিজ নির্বাচনী এলাকা চট্টগ্রাম চলে গেছেন। তিনি চট্টগ্রামে ঈদের নামাজ আদায় করবেন। ইকবাল হাসান মাহমুদ টুকু নিজ নির্বাচনী এলাকা সিরাজগঞ্জে ঈদের নামাজ আদায় করবেন এবং সেখানেই পশু কোরবানি দেবেন। ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া অনেক দিন ধরে অসুস্থ। তিনি বাসায় রয়েছেন, তার সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকার উত্তরার একটি মসজিদে ঈদের নামাজ আদায় করবেন। ঈদের পর নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে যাওয়ার কথা রয়েছে তার। তবে, ঈদের নামাজ শেষে বেলা সাড়ে ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন দলটির শীর্ষ নেতারা।

স্থায়ী কমিটির আরেক সদস্য সালাহ উদ্দিন আহমেদ দীর্ঘদিন ভারতে আছেন। অবৈধ অনুপ্রবেশের দায়ে সেখানে তার বিরুদ্ধে মামলা চলছে। তিনি জামিনে থাকলেও (ভারত) দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকায় তাকে এবারও ভারতে ঈদ করতে হচ্ছে।

ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান নির্বাচনী এলাকা চট্টগ্রাম ঈদ করবেন। এছাড়া মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও শামসুজ্জামান দুদু ঢাকায় ঈদ করবেন।

দলের চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, আব্দুস সালাম ঢাকাতে ঈদ করবেন। জয়নুল আবদিন ফারুক ও হাবিবুর রহমান হাবিব নিজ নিজ নির্বাচনী এলাকায় ঈদ করবেন।

এছাড়া বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঢাকায় ঈদের নামাজ আদায় করেন। যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন ঢাকায় এবং মজিবুর রহমান সরোয়ার ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন নিজ নির্বাচনী এলাকায় ঈদ করবেন। যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল এবং ঢাকা দক্ষিণ বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ঢাকায় ঈদ করবেন।

বিএনপির দলীয় ছয়জন সংসদ সদস্যের মধ্যে পাঁচজন নিজ নিজ এলাকায় ঈদ করবেন। তবে, সংরক্ষিত নারী আসনের সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা ঈদের দিন ঢাকায় থাকবেন।

দলটির এমপি হারুনুর রশীদ, গোলাম মোহাম্মদ সিরাজ, মোশাররফ হোসেন, আমিনুল ইসলাম, উকিল আব্দুস সাত্তার, জাহিদুর রহমান নিজ এলাকায় ঈদ উদযাপন করবেন।

এ বছর যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব অবস্থান করছেন। তারা সেখানেই ঈদ করবেন। ছাত্রদল সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ঢাকায় এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল নিজ এলাকা বরিশালে ঈদ উদযাপন করবেন।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ