• আজ রাত ১০:১৭, বৃহস্পতিবার, ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ক্যামেরার সামনে পেছনে সবাই নারী

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ৫, ২০২২ ৬:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ৫, ২০২২ ৬:৪৪ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার

এটি একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। নাম ‘নীড়’। আর এ চলচ্চিত্রের সামনে ও পেছনে কাজ করে সবাই নারী! বিষয়টি আমাদের দেশের জন্য অবাক করার মতো হলেও সত্যি। পরিচালক, অভিনয়শিল্পী থেকে শুরু করে ক্যামেরা, প্রোডাকশনের সবাই এখানে ছিলেন নারী। অতি সম্প্রতি এ চলচ্চিত্রের কাজ শেষ হয়েছে। আর এই অভিনব আইডিয়ায় যিনি ‘নীড়’ নির্মাণ করেছেন, তিনি হলেন চলতি প্রজন্মের ব্যস্ত অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। এর মাধ্যমেই তিনি প্রথমবারের মতো পরিচালনার খাতায় নাম লেখালেন। কোন ভাবনা থেকে পরিচালনা করলেন? তাও এমন ভিন্ন আইডিয়ার মধ্যে দিয়ে? চমক মানবজমিনকে বলেন, আমি অনেক আগে থেকে লেখালেখির সঙ্গে জড়িত। প্রজেক্টও করেছি আমি আমার লেখায়। সেদিক থেকে মনে হলো নিজের মনের মতো গল্পগুলো নিজেই নির্মাণ করলে কেমন হয়।

বিজ্ঞl

সেই চিন্তা থেকেই আসলে কাজ করা। যদিও এর আগে আরও একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আমি নির্মাণ করেছি। তবে সেটা এখনো মুক্তি পায়নি। ‘নীড়’ টাই আগে মুক্তি দেয়ার পরিকল্পনা। সেই হিসেবে এটাই আমার প্রথম নির্মাণ বলা যায়। এখানে মূল চরিত্রে কাজ করেছেন সামিরা খান মাহি ও সেমন্তি সৌমি। আমাদের দেশে শোবিজের কাজ করার ক্ষেত্রে এখনো মেয়েদের অনেক প্রতিবন্ধকতার স্বীকার হতে হয়। আমি নিজেও সেটা ফেস করেছি। কিন্তু নারীরাও যে সুযোগ পেলে অঙ্গনের প্রতিটি শাখায় নিজেদের মেধার স্বাক্ষর রাখতে পারেন সেটাই আসলে আরও একবার অনুধাবনের জন্যই সব নারীদের নিয়ে কাজটি করা।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ