ক্যাম্পাস কারও সম্পত্তি নয়: আকতার হোসেন
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, মে ২৮, ২০২২ ৮:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, মে ২৮, ২০২২ ৮:১২ অপরাহ্ণ
বিশ্ববিদ্যালয় রিপোর্টার
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক আকতার হোসেন বলেছেন, ছাত্রলীগের দফায় দফায় হামলার পরও ছাত্রদল ক্যাম্পাসেআসবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কারও একক সম্পত্তি না। এটি সব শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। ছাত্রলীগের হামলার ভয়ে ছাত্রদলবসে থাকবে না। দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকার নিয়েছেন বিশ্ববিদ্যালয় রিপোর্টারহাসনাত মাহমুদ
**বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যেই ছাত্রদল সেদিন মিছিল নিয়ে এসেছিল বলে ছাত্রলীগ অভিযোগ করেছে– আপনারা কী বলবেন?
আকতার: সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট অভিযোগ। ছাত্রদল শান্তিপূর্ণ মিছিল নিয়ে প্রথমদিন টিএসসিতে সংবাদ সম্মেলনে যাওয়ারউদ্দেশ্যে শহীদ মিনারের সামনে আসলে ছাত্রলীগের সন্ত্রাসীরা রড চাপাতি দিয়ে আমাদের ওপর আক্রমণ চালায়। এ সময়আমাদের কোনো নেতাকর্মীর হাতে একটা লাঠিও দেখাতে পারলে আমি রাজনীতি থেকে ইস্তফা দেবো।
মানবজমিন: তবে সেদিন দ্বিতীয় দফায় সংঘর্ষের সময় ও গত বৃহস্পতিবার সংঘর্ষের সময় আপনাদের নেতাকর্মীদের হাতেলাঠিসোটার ছবি গণমাধ্যমে এসেছে
আকতার: সেদিন দ্বিতীয় দফায় ঢাকা মেডিকেল থেকে ছাত্রদল প্রতিবাদ মিছিল বের করলে ফের ছাত্রলীগ হামলা করে। এ সময়তাদের ফেলে যাওয়া কিছু লাঠিসোটা আমাদের কর্মীরা হাতে নেয়। আর বৃহস্পতিবার আমরা সম্পূর্ণ খালি হাতে মিছিল নিয়েআসছিলাম।
তখনই ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ওপর উপুর্যুপরি ইট–পাটকেল নিক্ষেপ করতে থাকে। তাদের হামলা থেকে বাঁচতেআমরা হাইকোর্ট এলাকার পাশে থাকা নার্সারির দোকান থেকে কিছু লাঠিসোটা সংগ্রহ করি। সেদিন তাদের হাতে শুধু রডচাপাতি না আগেয়াস্ত্রও ছিল। আমাদের ভাগ্য ভালো তাদের ছোড়া গুলি আমাদের কোনো নেতাকর্মীর গায়ে লাগেনি। তবে তারাআমাদের বেশ কয়েকজন নেতাকর্মীকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে।
মানবজমিন: বিএনপির রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতেই ছাত্রদল ক্যাম্পাসে আসে বলে যে অভিযোগ করা হচ্ছে সেবিষয়ে–
আখতার: ছাত্রলীগের নেতারা তাদের অভিভাবক সংগঠন আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে মিথ্যে কথা বলার ট্রেনিংনিয়েছেন। দেশ যখন অর্থনৈতিকভাবে শ্রীলঙ্কার মতো করুণ অবস্থার দিকে যাচ্ছে, দেশে যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে মানুষেরমধ্যে অসন্তোষ দেখা দিয়েছে, তখন তারা মানুষের দৃষ্টিভঙ্গি ভিন্নখাতে প্রবাহিত করতেই বিএনপি এবং আমাদের শীর্ষ নেতাতারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার করছে।
**ছাত্রলীগের হামলার শঙ্কা উপেক্ষা করে ভবিষ্যতে ছাত্রদল নিয়মিত ক্যাম্পাসে আসবে কিনা–
আখতার: বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কারও একক সম্পত্তি না। এটি সব শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। ছাত্রলীগের হামলার ভয়েছাত্রদল বসে থাকবে না। আমরা আমাদের যে নিয়মিত কর্মসূচি সেটি বাস্তবায়নে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সবসময়ইক্যাম্পাসে আসবো।