• আজ রাত ৮:০২, রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ক্যাম্পাস থিয়েটার সিলেট জেলা সংসদের বিশ্ব নাট্য দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ২৭, ২০২২ ৪:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ২৭, ২০২২ ৪:২০ অপরাহ্ণ

 

সিলেট প্রতিনিধি

যথাযোগ্য মর্যাদায় বিশ্ব নাট্য দিবস পালন করেছে ক্যাম্পাস থিয়েটার আন্দোলন সিলেট জেলা সংসদ।
রোববার (২৭ মার্চ) বিকাল ৪টায় পূর্ব শাহী ঈদগাহস্থ সিলেট জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে বিশ্বনাট্য দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, কথামালা ও নাটক প্রদর্শনীর আয়োজন করে।
ক্যাম্পাস থিয়েটার আন্দোলন সিলেট জেলা সংসদের সভাপতি মো. বেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রাব্বির পরিচালনায় বক্তব্য রাখেন ক্যাম্পাস থিয়েটার আন্দোলন সিলেট জেলা সংসদের সাধারণ সম্পাদক অসিত বরণ দাশ গুপ্ত, নির্বাহী সদস্য রাজিব দে চৌধুরী।

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ক্যাম্পাস থিয়েটার আন্দোল সিলেট জেলা সংসদের নির্বাহী সদস্য খালেদ মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, তুষার সরকার ও অনুষ্ঠানও কর্মশালা বিষয়ক সম্পাদক পল্লবী দাস মৌ প্রমুখ।

শোভাযাত্রা ও কথামালা শেষ হওয়ার পর রুবায়েত আহমদের রচনায় এবং আসাদুজ্জামান আসাদ ও উষাকান্ত বিশ্বাসের নির্দেশনায় থিয়েটার মুরারিচাঁদ প্রদর্শন করে নাটক ‘দেশ’।

এসময় উপস্থিত দর্শক ও ছোট বন্ধুদের অংশগ্রহণে উৎসবমুখর হয়ে উঠে আয়োজন।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ