• আজ রাত ১০:৪৮, বৃহস্পতিবার, ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খাগড়াছড়ি জেলা বিএনপি’র সভাপতির বাড়িতে হামলা

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুন ৪, ২০২২ ১২:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ৪, ২০২২ ১২:১১ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক

খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসময় তার ব্যক্তিগত গাড়ি ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পাশাপাশি বাড়ির পাশে স্থানীয় এক যুবকের মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়।

আজ শনিবার (৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরে অবস্থিত সাবেক এই সাংসদের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।

এই ঘটনার স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার বলেন, ওয়াদুদ ভুঁইয়া বাড়িতে থাকার খবর শুনে হত্যার উদ্যেশ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলা চালায়।

তিনি অভিযোগ করেন, জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, বিশ্বজিৎ চৌধুরী এই হামলার নির্দেশ দেন।

তবে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রসিদ বলেন, আওয়ামী লীগের পূর্বনির্ধারিত মিছিলে হামলার ঘটনা ঘটেছে। পরে তারাও পাল্টা হামলা চালায়। এই ঘটনায় কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। আমরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ