খালেদা জিয়াকে নিয়ে তুর্কি সংগীত শিল্পী গান
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, মার্চ ৭, ২০২২ ৩:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, মার্চ ৭, ২০২২ ৩:৩২ অপরাহ্ণ
ডেস্ক নিউজ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য এবার গান গেয়েছেন তুর্কি সঙ্গীত শিল্পী দিলারা। ভয়েস ফর বাংলাদেশ ডেমোক্রেসি অস্ট্রেলিয়ার উদ্যোগে ওই গান পরিবেশিত হয়। এর আগেও ওই সংগঠনের উদ্যোগে অস্ট্রেলিয়া, কানাডাসহ বিভিন্ন দেশের শিল্পীদের পরিবেশনায় খালেদা জিয়াকে নিয়ে গান পরিবেশন করা হয়।
এ ব্যাপারে ভয়েস ফর বাংলাদেশ ডেমোক্রেসি অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট কায়াস মাহমুদ বলেন, দিলারা এর গান বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের কথা। দীর্ঘদিন যাবৎ শারীরিক অসুস্থতায় ভুগছেন গৃহবন্দি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। বারবার উন্নত চিকিৎসা সেবা নিতে বিদেশ যাত্রার আবেদন করেও প্রত্তাখিত হচ্ছেন তিনি। বাংলাদেশের হয়ে তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা বেগম জিয়ার প্রতি এটি সম্পূর্ণ অবিচার। বাংলাদেশের সর্বস্তরের মানুষ বেগম খালেদা জিয়ার মুক্তি চান এবং উনার শারীরিক সুস্থতা কামনা করেন। উনার শারীরিক সুস্থতার জন্য দরকার উন্নত চিকিৎসা ব্যবস্থার।
কায়াস মাহমুদ বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা করেন এবং তার মুক্তির জন্য দেশবাসী সোচ্চার হবার আহবান জানান।
তিনি আরও বলেন, আমরা আশা করি অতিশীঘ্রই দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তি পাবেন এবং উন্নত চিকিৎসা নিতে পারবেন।