খালেদা জিয়ার প্রয়োজনীয় সব পরীক্ষা সম্পন্ন করা হয়েছে
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, এপ্রিল ৬, ২০২২ ৪:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, এপ্রিল ৬, ২০২২ ৪:৩৯ অপরাহ্ণ

সিনিয়র করেসপন্ডেন্ট
রুটিন চেকআপের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসক দলের অন্যতম সদস্য বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেছেন, উনার (খালেদা জিয়া) শারীরিক অবস্থা জানতে প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।
বুধবার (৬ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজার সামনে সাংবাদিকদের এ কথা বলেন ডা. এজেডএম জাহিদ হোসেন।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়।
খালেদা জিয়ার কি কি পরীক্ষা করা হয়েছে— এমন প্রশ্নে ডা. জাহিদ বলেন, উনার শারীরিক অবস্থা জানতে যেসব পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন তা করা হয়েছে। যেমন- রেডিওলজিক্যাল, ব্লাড, ইউরিন, কিডনি, লিভার, কার্ডিয়ার, আল্ট্রাসনোসহ একজনের শারীরিক অবস্থা জানার জন্য যেসব টেস্ট করা প্রয়োজন তা করা হয়েছে।
এর আগে বিকেল সোয়া ৪টার দিকে গুলশানের বাসভবন থেকে পরীক্ষা-নিরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান বিএনপি চেয়ারপারসন। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় বাসায় পৌঁছান তিনি।
এ সময় বিএনপির সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার ও শায়রুল কবির খান প্রমুখ উপস্থিত ছিলেন।
স্বাধীন খবর ডটকম/আ আ
