খালেদা জিয়ার সুস্থতা কামনায় গোপালগঞ্জ জেলা ছাত্রদলের দোয়া
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, জুন ১৬, ২০২২ ৩:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, জুন ১৬, ২০২২ ৩:৩০ অপরাহ্ণ
সিনিয়র করেসপন্ডেন্ট
বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় গোপালগঞ্জ জেলা ছাত্রদল দোয়া মাহফিলের আয়োজন করেছে। বৃহস্পতিবাার (১৬ জুন) এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রাফিকুজ্জামান, ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক, জেলা আহবায়ক কমিটির সদস্য ডাঃ কে এম বাবর হোসেন, সদস্য আজিজুর রহমান আজিজ, জেলা যুবদলের সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন লিপটন, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি ফজলুল কবির দারা, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন হিরা, জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান, সহ-সভাপতি জোবায়ের হোসেন, সদর থানা ছাত্রদলের আহবায়ক তাজবীর হোসেন, শহর ছাত্রদলের সদস্য সচিব শফিকুল ইসলাম প্রমুখ।