খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য হত্যার হুমকির শামিল’
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, মে ২৮, ২০২২ ১০:৪৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, মে ২৮, ২০২২ ১০:৪৪ পূর্বাহ্ণ

প্রেস বিজ্ঞপ্তি
শিক্ষা প্রতিষ্ঠানসহ সারাদেশে আওয়ামী ছাত্রলীগের অব্যাহত হামলা ও খালেদা জিয়াকে হত্যা হুমকির প্রতিবাদে সিলেট জেলা ওমহানগর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ২টায় বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিলে নগরীর জিন্দাবাজাস্থ মুক্তিযোদ্ধা গলি থেকে শুরু করে সিলেটেরপ্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে কোর্ট পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়।
সিলেট মহানগর যুবদলের আহবায়ক নজিবুর রহমান নজিবের সভাপতিত্বে ও সদস্য সচিব শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেকএবং জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদের যৌথ পরিচালনায় সমাবেশে সভাপতির বক্তব্যে সিলেট মহানগর যুবদলেরআহবায়ক নজিবুর রহমান নজিব বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি করাহয়েছে। তাঁকে পদ্মা সেতু থেকে টিস করে নদীতে ফেলে দেয়ার হুমকি দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনেরসারাদেশের কোটি কোটি নেতাকর্মীর মনে আঘাত দেওয়া হয়েছে। এজন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে। অন্যথায় তীব্রআন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে ক্ষমতা থেকে বিদায় করা হবে। এই সরকার গণতন্ত্র ধ্বংস, বাক স্বাধীনতা হরণ, গুম, খুন, অপহরণ, বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর হামলা, মামলা চালিয়ে দেশে ভীতিকর অবস্থা সৃষ্টি করেছে এবং এই ব্যার্থসরকারের।
অবিলম্বে পদত্যাগ দাবি করে নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবি করেন তারা।
স্বাধীন খবর ডটকম/আ আ
