• আজ রাত ২:০১, বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়ার নির্বাচন করতে পারা উচিত : জাফরুল্লাহ

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ২২, ২০২২ ৭:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ২২, ২০২২ ৭:২৫ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্বাচন করতে পারা উচিত। এছাড়াও বেগম খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন কি না তা নির্বাচন কমিশনের কাছে জানতে চান দেশের প্রবীণ এই নাগরিক। বেগম খালেদা জিয়া জামিন পাওয়ার যোগ্য বলে মনে করেন তিনি।

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন কি না তা জানতে চেয়েছি। আমার মতে তার নির্বাচন করতে পারা উচিত। কেননা ওনার মামলার ফয়সালা হয়নি। আমি সবসময় বলেছি জামিন পাওয়া ওনার অধিকার। বেগম খালেদা জিয়াকে জামিন দেয়া উচিত মনে করে তিনি বলেন, ছয় মাসের খেলা বন্ধ করা উচিত। কেননা খুনের মামলায় যার ফাঁসি হবে তিন মাস পর তাকেও জামিন দেয়া হয়েছিল।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমরা সবাই দেশকে ভালোবাসি। যারা এসেছিলেন তারা সবাই একটা সুষ্ঠু নির্বাচন চেয়েছেন। দেশের গণতন্ত্র চেয়েছি। এটাও আমরা বলেছি দলীয় সরকারের অধীনে দেশে সুষ্ঠু নির্বাচন বড় কঠিন ব্যাপার। অসম্ভব বলিনি কিন্তু কঠিন ব্যাপার। আমাদের কাছে মনে হয়েছে ওনারা আমাদের উপদেশগুলো সিরিয়াসলি নিয়েছেন। সংখ্যালঘুদের ব্যাপারে কথা বলেছি। নারীদের ব্যাপারে কথা বলেছি।

রাজনৈতিক দলের নিবন্ধন আইন শক্ত হয়ে গেছে জানিয়ে তিনি বলেন, ২০ জেলায় না করে ১০ জেলায় করা যায় কি না? প্রত্যেক জেলায় চাঁদা দেয়া এক হাজার সদস্য থাকতে হবে। যার মধ্যে ২০ শতাংশ নারী থাকতে হবে। এসব আলোচনা করেছি। এছাড়া রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন বাতিল হয়েছে। কিন্তু নিবন্ধন বাতিল হওয়া সেই রাজনৈতিক দলের ব্যাপারে নির্বাচন কমিশনের কাছে সিদ্ধান্ত জানতে চান এই জ্যেষ্ঠ নাগরিক।

তিনি জানান, যেহেতু তাদের বিরুদ্ধে একটা অভিযোগ আছে। এখানে এভাবে এটাকে ফেলে রাখার মানে হবে না।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!