খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আহ্বান কানাডার তিন জনপ্রতিনিধির
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, ফেব্রুয়ারি ২৩, ২০২২ ৩:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, ফেব্রুয়ারি ২৩, ২০২২ ৪:৪৫ অপরাহ্ণ
স্টাফ করেসপন্ডেন্ট
বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়াকে বিদেশে প্রয়োজনীয় চিকিৎসার সুযোগ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন কানাডার তিন রাজনীতিবিদ ও জনপ্রতিনিধি।
তারা হলেন ব্লক কুইবেকোয়া পার্টির হাউস লিডার অ্যালাইন থেরিয়েন এমপি, বৈদেশিক সম্পর্ক বিষয়ক স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান স্টিফেন বার্গেরন এমপি এবং সাবেক এমপি লুইস মার্সেল।
লুইস মার্সেল কানাডায় ‘রিলিজ খালেদা জিয়া মুভমেন্টের’ আহ্বায়ক। তার আয়োজনে এক বৈঠকে অংশ নেন ফয়সাল আহমেদ।
মন্ট্রিয়েলের অদূরে সেন্ট-জুলি এলাকায় স্টিফেন বার্গেরনের নির্বাচনী এলাকার অফিসে কানাডা সময় মঙ্গলবার, ফেব্রুয়ারি ২২, ২০২২, বেলা তিনটায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
ফয়সাল আহমেদ চৌধুরী জানান, বিদেশে সুচিকিৎসা এবং বাংলাদেশে সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জাতীয় সংসদ নির্বাচনের স্বার্থে খালেদা জিয়াকে মুক্ত করার ক্ষেত্রে তারা সম্ভাব্য সব রকমের কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।