খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চট্টগ্রামে দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জুন ১২, ২০২২ ৪:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জুন ১২, ২০২২ ৪:৩২ অপরাহ্ণ
স্টাফ করেসপন্ডেন্ট
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চট্টগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ জুন) বাদ জোহর নাসিমন ভবন সংলগ্ন জামে মসজিদে চট্টগ্রাম মহানগর বিএনপির আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন। বিশেষজ্ঞ চিকিৎসকরা তার এনজিওগ্রাম করে মেইন আর্টারিটা ৯৯ পারসেন্ট ব্লক পেয়েছেন। সেখানে রিং পরানো হয়েছে। বিএনপি ও পরিবারের পক্ষ থেকে বারবার খালেদা জিয়াকে দেশের বাইরে চিকিৎসার সুযোগ দেওয়ার জন্য আবেদন করা হয়েছে। কিন্তু সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে সেই সুযোগ থেকে তাকে বঞ্চিত করছে।
তিনি খালেদা জিয়াকে পরিপূর্ণ মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিন বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকরা খালেদা জিয়াকে চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি আবারও অসুস্থ হয়ে পড়ায় প্রমাণিত হলো, অবিলম্বে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে না পারলে তার জীবন হুমকির মুখে পড়বে।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, যুগ্ম আহ্বায়ক মো. মিয়া ভোলা, এস কে খোদা তোতন, নাজিমুর রহমান, শফিকুর রহমান স্বপন, ইয়াছিন চৌধুরী লিটন, ইসকান্দর মির্জা, আবদুল মান্নান প্রমুখ।