খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, জুন ১৩, ২০২২ ৯:২৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, জুন ১৩, ২০২২ ৯:২৯ পূর্বাহ্ণ
স্টাফ করেসপন্ডেন্ট
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে জেলা বিএনপি’র কার্যালয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার (১২ জুন) বাদ আসর অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ হাসিবুর রহমান খান মুন্না।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতির পরিচালনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি মাসুদুল কবির মোনায়েম, সহ সভাপতি ও কালিয়াকৈর উপজেলার আহবায়ক সামসুজ্জামান শিপলু বকশি, এ্যাডঃ আনিসুর রহমান আনিস, গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আসাদুজ্জামান আসাদ, শ্রীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নজরুল ইসলাম মিলন প্রধান, শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাসিদুল ইসলাম নয়ন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, পাপ্পু খালেদ আমির, সম্পাদক আবুল হাসনাত রুবের, সুমন সিকদার, আওলাদ হোসেন, রুবেল আহমেদ, এ্যাডঃ আবুল কাসেম, এ্যাডঃসুমন সাহা,নাজমুল আলম, জেলার সদস্য সেলিম ভুইয়া, সাইফুল ইসলাম,ফাইজুল্ল, রুবেল আহমেদ,উপজেলার যুগ্ম আহবায়ক ইসরাক হোসেন অর্নব, মাহাবুব আসাদ,রউফ মন্ডল, আরিফ বেপারী সৌরভ মন্ডল, সহ গাজীপুর জেলা ও উপজেলা, পৌর শাখার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মানোয়ার হোসেন।