খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও খাবার বিতরণ
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, জুন ১৭, ২০২২ ১০:৩১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, জুন ১৭, ২০২২ ১০:৩১ পূর্বাহ্ণ
সিনিয়র করেসপন্ডেন্ট
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুবদলের পক্ষ থেকে কোরআন খতম ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৭ জুন) রাজধানীর মালিবাগ বাজার সংলগ্ন ‘জামিয়া শারইয়্যাহ মালিবাগ’ মাদরাসায় এ কর্মসূচির আয়োজন করা হয়। রাজধানীর পাশাপাশি সারাদেশে জেলা ও মহানগর পর্যায়ে এ কর্মসূচি পালিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন যুবদলের সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু, সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না, জ্যেষ্ঠ সহ-সভাপতি মামুন হাসান, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, গোলাম মাওলা শহীন, দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল প্রমুখ।
আগামীকাল (১৮ জুন) খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুবদলের পক্ষ থেকে দেশের সব উপজেলা, থানা ও পৌর এলাকায় কোরআন খতম ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হবে।