খালেদা জিয়া’র রোগ মুক্তি কামনায় ঢাকা জেলা ছাত্রদল উত্তরের দোয়া
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, জুন ১৩, ২০২২ ৯:১৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, জুন ১৩, ২০২২ ৯:১৬ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন, মাদার অফ ডেমোক্রেসি, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগ মুক্তি কামনায় ঢাকা জেলা ছাত্রদল উত্তরের পক্ষ থেকে মোহাম্মাদ তমিজ উদ্দিন এর উদ্যোগে দোয়া ও মোনাজাত করা হয়।
গতকাল রবিবার (১২ জুন) এ সময় ঢাকা জেলা ছাত্রদল উত্তরের সংগ্রামী প্রতিষ্ঠিতা আহবায়ক মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছেন। দেশবাসীর কাছে আমাদের প্রিয় নেত্রী কোটি প্রাণের স্পন্দন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সকলে দোয়া করবেন মহান আল্লাহ যেন অতি দ্রুত আমাদের নেত্রী কে সুস্থতা দান করেন।
তিনি বলেন, আজ আমাদের নেত্রীর এই অবস্থার জন্য বর্তমান বাকশালী সরকার দায়ী। আমাদের নেত্রীকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি। বাকশালীদের রোষানলে পরে আজ আমাদের নেত্রী ধীরে ধীরে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। এর দায়ভার এই নিশি রাতের -ভোটারবিহীন সরকারকেই নিতে হবে।অনতিবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা না করা হলে আন্দোলন- সংগ্রামের মাধ্যমে এই ভোটারবিহীন সরকারের পতন ঘটানো হবে।
তিনি মহান আল্লাহর নিকট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা কামনা করেন।