• আজ সকাল ৬:০৮, মঙ্গলবার, ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ১৩, ২০২২ ২:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুন ১৩, ২০২২ ২:২৪ অপরাহ্ণ

 

অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পবিত্র কুরআন খতম ও দোয়া মাহফিল করেছে সিলেট মহানগরের আওতাধীন ৭,৮ ও ৯নং ওয়ার্ড বিএনপি। সোমবার বাদ আছর নগরীর আম্বরখানা এলাকার একটি ইয়াতিম খানা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন চৌধুরীর ব্যবস্থাপনায় ও ৭,৮ ও ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও ছোট ছেলে আরাফাত রহমান কোকো’র মাগফেরাত কামনা, দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা খলীলুর রহমান।
কুরআন খতম পরবর্তী দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ূম জালালী পংকী, যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন চৌধুরী, আহ্বায়ক কমিটির সদস্য জিয়াউল হক জিয়া, মাহবুব চৌধুরী, ৯নং ওয়ার্ডের আহ্বায়ক আবুল হোসেন হেনা, ৮নং ওয়ার্ডের আহ্বায়ক আজমল হোসেন, ৭নং ওয়ার্ডের আহ্বায়ক মানিক মিয়া, ৭,৮ ও ৯নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যদের মধ্যে ময়নুল হক চৌধুরী, চানাউল হক চানা, আব্দুল জব্বার তুতু, মনির মিয়া, খসরুজ্জামান খসরু, লল্লিক আহমদ চৌধুরী, দিলওয়ার আহমদ, এম মখলিছ খান, সবুর আহমদ, সাজু গাজী, এ কে এম ফজলুল হক, হাফিজুর রহমান হানু, মিজানুর রহমান পাবেল, শাহীন আজাদ খোকন, জামাল আহমদ খান, নাজিম উদ্দীন ও শাহীন আহমদ সুহীন প্রমূখ।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!