খালেদা জিয়ার সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনায় বগুড়া জেলা বিএনপির দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জুন ১২, ২০২২ ৪:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জুন ১২, ২০২২ ৪:২২ অপরাহ্ণ
স্টাফ করেসপন্ডেন্ট
বগুড়া জেলা বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আজ রবিবার বাদ আছর বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. একেএম সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম আর ইসলাম স্বাধীন, অ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু, কে এম খায়রুল বাশার, শেখ তাহা উদ্দিন নাইন, সহীদ উন নবী সালাম, বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এবিএম মাজেদুর রহমান জুয়েল, যুগ্ম আহবায়ক সরকার মকুল, জেলা তাঁতী দলের সভাপতি মোঃ সরোয়ার, জেলা কৃষকদলের সদস্য সচিব সাইফুল ইসলাম বাবলু, সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, ইনছান আলী শেখ, মাহমুদ শরীফ মিঠু, লিটন শেখ বাঘা, নুরন্নবী রুবেল, অধ্যক্ষ আলীমুর রাজী তরুন, প্রভাষক শহিদুল ইসলাম, বেলাল হোসেন, মোস্তফা হানিফ সোহাগসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।