• আজ সকাল ১০:৫০, বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গণতন্ত্র পুনরুদ্ধারে প্রয়োজনে আরেকটি বিপ্লব ঘটানো হবে : অমিত

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, নভেম্বর ৭, ২০২২ ১০:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, নভেম্বর ৭, ২০২২ ১০:০৩ অপরাহ্ণ

 

যশোর জেলা বিএনপির উদ্যোগে লালদীঘির পাড়ের দলীয় কার্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় অনিন্দ্য ইসলাম অমিত – ছবি : নয়া দিগন্ত

বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ১৯৭৫-এর ১৫ আগস্ট পরবর্তী সময়ে অস্থিতিশীল রাজনীতিকে স্থিতিশীল করার জন্য রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন ঐক্যবদ্ধ সিপাহী ও জনতার সহায়তায় বহু দলীয় গণতন্ত্রের আবির্ভাব ঘটিয়েছিলেন। বর্তমান সরকার প্রতিহিংসার রাজনীতির মাধ্যমে সাধারণ মানুষের ভোটের অধিকার হরণ করেছে। নিজেদের অধিকার আদায়ে দেশের মানুষ আবারো ঐক্যবদ্ধ হয়েছে। খালেদা জিয়ার নেতৃত্বে দেশে গণতন্ত্র ও সুষ্ঠু ধারার রাজনীতি ফিরিয়ে আনতে প্রয়োজনে আরো একটি বিপ্লব ঘটানো হবে।

সোমবার (৭ নভেম্বর) বিকেলে যশোর জেলা বিএনপির উদ্যোগে লালদীঘির পাড়ের দলীয় কার্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অনিন্দ্য ইসলাম অমিত এসব কথা বলেন।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সদস্য সচিব অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য আব্দুস সালাম আজাদ, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন বাবু, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান প্রমুখ।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলু, মিজানুর রহমান খান, আব্দুস সবুর মণ্ডল, রফিকুল ইসলাম মুল্লুক চাঁদ, কাজী আজম, কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনছারুল হক রানা, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর প্রমুখ।

সভার সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। পরিচালনা করেন অ্যাডভোকেট আনিছুর রহমান মুকুল।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com