• আজ সন্ধ্যা ৭:১৪, রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গভীর রাতে পুলিশ কর্তৃক হামলা, গ্রেফতার ও বানোয়াট মামলা দায়েরের ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদলের ক্ষোভ ও নিন্দা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ৩০, ২০২২ ৬:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ৩০, ২০২২ ৬:৪২ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত কর্মসূচি সমাপ্তির পরবর্তী সময়ে কুষ্টিয়া জেলা ছাত্রদলের নেতৃবৃন্দেরউপর আধার রাতে স্থানীয় থানা পুলিশ গতরাত ২৯ মে ২০২২ইং, হামলা চালিয়ে বীরদর্পে গ্রেফতার বানোয়াট গায়েবি  মামলাদায়ের করে থাকে। এতে গ্রেফতারের শিকার হনখন্দকার তসলিম উদ্দিন নিশাত, সদস্য সচিব কুষ্টিয়া জেলা ছাত্রদল, মোঃআতিকুর রহমান তুষারআহবায়ক  মিরপুর উপজেলা ছাত্রদল মোঃসাব্বির আহম্মেদসদস্য  সচিব  মিরপুর  উপজেলাছাত্রদল। অন্যদিকে এরা ছাড়াও মালমার শিকার হনমোজাক্কির রহমান রাব্বি, আহবায়ক কুষ্টিয়া জেলা ছাত্রদল, মনিরুলইসলাম যুগ্ম আহবায়ক, সাদ্দাম হোসেন যুগ্ম আহবায়ক,আশরাফুল ইসলাম, সরকারি কলেজ ছাত্রদল। ছাত্রদলের গণতান্ত্রিকশান্তিপূর্ণ কর্মসূচি পালনের পর এহেন আওয়ামী পুলিশ সন্ত্রাসীদের এই বর্বর নৃশংস হামলা, গ্রেফতার মামলার বিরুদ্ধে তীব্রনিন্দা চরম প্রতিবাদ জানান  বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, রাজনীতি বিমুখ আওয়ামী জাহিলিয়াতের যুগে হাজারো অবর্ননীয় দূর্দশা সত্ত্বেও আওয়ামীপুলিশ তাদের বিকৃত পৈশাচিকতা নিয়ন্ত্রণ করতে পারছেনা। ফলে এদের নারকীয় তাণ্ডব থেকে কিছুই আজ আর রেহাই পাচ্ছেনা! বাকশালের চশমা পরিধানকারী পুলিশ বাহিনীর এমন একচোখা আচরণ কোন ভাবেই মেনে নেওয়া যায় না। নেতৃদ্বয় পুলিশবাহিনী, জনপ্রশাসন সরকারসহ সকলের কাছ থেকে মানবিক আচরণের প্রত্যাশা ব্যক্ত করেন এবং অবিলম্বে গ্রেফতারকৃতছাত্রনেতাদের মুক্তি, হামলায় ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ এবং  হামলাকারী চিহ্নিত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীজানান।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ