গরু চুরির ঘটনায় কাশিমপুর কারাগারে সেই ছাত্রলীগ নেত্রী বাবলী
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, নভেম্বর ৩, ২০২২ ১১:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, নভেম্বর ৩, ২০২২ ১১:১৮ অপরাহ্ণ
ঢাকার ধামরাইয়ে গরু চুরির ঘটনায় গ্রেপ্তার ছাত্রলীগ নেত্রী বহিস্কৃত নেত্রী বাবলী আক্তারকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা এসআই আশরাফুল ইসলাম।
বাবলী আক্তারকে বহিষ্কার করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ। বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বাবলী আক্তার ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রীবিষয়ক সম্পাদক ছিলেন। তিনি সাভার সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের (অনার্স) তৃতীয় বর্ষের শিক্ষার্থী ।
এর আগে বুধবার সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাকে পদ থেকে অব্যাহতি দেয় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ। একই সঙ্গে বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ করা হয়। সেই সুপারিশে বাবলীকে বহিষ্কার করে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি।
এদিকে আজ বৃহস্পতিবার গরু চুরির মামলায় বাবলীসহ পাঁচ আসামিকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করে ধামরাই থানা-পুলিশ। এর মধ্যে এক আসামির রিমান্ড মঞ্জুর করেন আদালত। বাবলীসহ অন্যদের রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
গত বুধবার (২ নভেম্বর) রাতে ধামরাই থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। বাবলী প্রাথমিক জিজ্ঞাসাবাদে চোরাইকৃত গরু তার হেফাজতে রেখে বিক্রি করতেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, গরু চুরির ঘটনায় বাবলী আক্তার জড়িত থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আসামিদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছিল। এর মধ্যে একজন আসামির রিমান্ড মঞ্জুর ও বাবলীকে কাশিমপুর কারাগারে প্রেরণ করেছেন আদালত।