গাইবান্ধায় জাতীয় পার্টির মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, মার্চ ২৩, ২০২২ ১২:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, মার্চ ২৩, ২০২২ ১২:৩৪ অপরাহ্ণ
আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধিঃ চাল ডাল তৈলসহ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার গাইবান্ধা জেলা জাতীয় পার্টির উদ্যোগে শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটি চেয়ারম্যানের উপদেষ্টা ও জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান আতা, জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সারোয়ার হোসেন শাহীন, কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক শাহজাহান খান আবু, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আনোয়ারুল ইসলাম লেবু, জাতীয় শ্রমিক পার্টি জেলা সভাপতি রেজাউন্নবী রাজু, পৌর কাউন্সিলর রকিবুল হক সুমন, মাহমুদুন্নবী মিঠুল, শাহীন মিয়া প্রমুখ।