গাইবান্ধায় দুধর্ষ ডাকাত গ্রেফতার ১ রাউন্ড গুলিসহ পিস্তল উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, জুন ১৪, ২০২২ ৯:৫৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, জুন ১৪, ২০২২ ৯:৫৮ পূর্বাহ্ণ
আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধায় শৈলাস প্রধান (৪৬) নামে এক দুধর্ষ ডাকাতকে গত সোমবার সন্ধা ৭টার দিকে গ্রেফতার করা হয়। বগুড়ার সোনাতলার পাকুল্লা ইউনিয়নের পূর্ব সুজায়েতপুর চরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এ ঘটনায় মঙ্গলবার (১৪ জুন) সকালে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস বিফ্রিং অনুষ্ঠিত হয়। শৈলাস প্রধান গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের বিষ্ণুপুর (দাড়িয়া) গ্রামের মৃত রাধা চরণের ছেলে।
প্রেস বিফ্রিংয়ে গাইবান্ধা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম উল্লেখ করেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত সোমবার বগুড়ার পূর্ব সুজায়েতপুর চর থেকে দুধর্ষ ডাকাত শৈলাস প্রধানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে গাইবান্ধা সদর থানায় জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্য মতে তার বাড়ির শয়ন ঘরে বক্স খাটের নিচ থেকে এক রাউন্ড গুলিসহ ১টি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত শৈলাস প্রধানের বিরুদ্ধে ৩টি হত্যা, ১টি অস্ত্র, ৩টি ডাকাতি, ১টি চাঁদাবাজিসহ মোট ১২টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।