গাইবান্ধায় বিএনপির প্রতিকী অনশন কর্মসূচী পালন
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, মার্চ ৩০, ২০২২ ১:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, মার্চ ৩০, ২০২২ ১:৪৫ অপরাহ্ণ

আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধিঃ নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে বুধবার (৩০ মার্চ) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত প্রতিকী অনশন কর্মসূচী পালন করা হয়। নেতাকর্মীদের অনশন ভাঙ্গান সাবেক সংসদ সদস্য সাইফুল আলম সাজা।
গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে প্রতিকী অনশন কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, কেন্দ্রীয় সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, সহ-সভাপতি মো. শহীদুজ্জামান শহীদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকার, আলমগীর সাদুল্যা দুদু, যুগ্ম সম্পাদক মো. ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, আনিছুর রহমান নাদিম, অ্যাড. মঞ্জুর মোর্শেদ বাবু, সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম, বিপুল কুমার দাস, এসএম কামাল হোসেন প্রমুখ।
স্বাধীন খবর ডটকম/আ আ
