• আজ সকাল ৮:০৫, বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গাইবান্ধায় মহান স্বাধীনতা দিবস পালন

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ২৬, ২০২২ ১২:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ২৬, ২০২২ ১২:৩৬ অপরাহ্ণ

 

আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধিঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে বিস্তারিত কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (২৬ মার্চ) সকালে সূর্যোদোয়ের সাথে সাথে স্বাধীনতা প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের কর্মসূচির শুরু হয়। একই সময়ে পৌর পার্কের মুক্তিযুদ্ধের বিজয় স্তম্ভে পুষ্পমাল্য অর্পন করা হয়। পুষ্পমাল্য অর্পন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, জেলা প্রশাসক মো. অলিউর রহমান, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। একই সময়ে সরকারি-বেসরকারি কার্যালয় এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮টায় স্থানীয় শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান ও তার সাথে ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম। সেসময় বিভিন্ন সংগঠনের সদস্যদের শারীরিক কসরৎ ও কুচকাওয়াজ প্রদর্শন করা হয়। পরে স্টেডিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। এছাড়া অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, প্রীতি ফুটবল, মহিলাদের ক্রীড়ানুষ্ঠান, বঙ্গবন্ধু জীবনী ভিত্তিক চলচিত্র প্রদর্শনী ইত্যাদি। ছবি সংযুক্ত

 

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ