• আজ রাত ১১:৩৬, রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গাইবান্ধায় মাদক মামলায় এক ব্যক্তির মৃত্যুদন্ডাদেশ

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ৬, ২০২২ ১২:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ৬, ২০২২ ১২:১৬ অপরাহ্ণ

 

আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মাদক মামলায় জহুরুল ইসলাম (৬৫) নামে এক ব্যক্তিকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। এছাড়াও তাকে এক লাখ টাকা অর্থদন্ড করা হয়।
রোববার (৬ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এই রায় দেন। আসামী জহুরুল ইসলাম গোবিন্দগঞ্জ উপজেলার মালাধর গ্রামের মৃত নায়েব উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদক এবং চোরাচালান ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
এব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাড. ফারুক আহস্মেদ প্রিন্স জানান, ২০১৯ সালের ৬ জুন গোবিন্দগঞ্জ পৌরসভা এলাকায় পুলিশ মাদক উদ্ধার অভিযান চালায়। অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে জহুরুল ইসলামকে পান্তাপাড়া মোড়ে ২৫০ গ্রাম হিরোইনসহ তাকে হাতে-নাতে গ্রেফতার করে। এ ঘটনায় পরদিন গোবিন্দগঞ্জ থানার তৎকালীন এসআই মমিরুল ইসলাম বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করেন।
তিনি আরো জানান, দীর্ঘদিন শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এই মামলার রায়ে আসামির ফাঁসির আদেশ দেন।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ