গাজীপুরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, মার্চ ১৪, ২০২২ ২:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, মার্চ ১৪, ২০২২ ২:১৫ অপরাহ্ণ
স্টাফ করেসপন্ডেন্ট
দ্রব্যমূল্য অসহনীয়ভাবে বৃদ্ধির প্রতিবাদে গাজীপুরে পৃথক কর্মসূচী পালন করেছে মহানগর তাঁতীদল ও জেলা মহিলাদল। শহরের রাজবাড়ি সড়কের দলীয় কার্যালয় প্রাঙ্গনে সোমবার সকালে বিক্ষোভ সমাবেশ করে গাজীপুর মহানগর তাঁতীদল। মহানগর তাঁতীদলের আহ্বায়ক তাজুল ইসলাম বেপারির সভাপতিত্বে ও সদস্য সচিব তাজুদ্দিন তাজুর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, তাঁতীদলের কেন্দ্রীয় আহ্বায়ক আবুল কালাম আজাদ। আরও বক্তব্য রাখেন, তাঁতীদলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল, গাসিক কাউন্সিলর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হান্নান মিয়া হান্নু, মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক আতিকুল্লাহ বাবুল প্রমুখ।
আজ সোমবার দুপুরে রাজবাড়ি রোডে মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশে করেছে গাজীপুর জেলা মহিলাদল। জেলা মহিলাদলের সভানেত্রী জান্নাতুল ফেরদৌসীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গুলনাহারের সঞ্চালনায় বক্তৃতা দেন, জেলা মহিলাদলের সিনিয়র সহসভাপতি লুতফুন নাহার লতা, সহসাধারণ সম্পাদক শারমিন সুলতানা, সাংগঠনিক সম্পাদক ইরানি সরকার, জেলা মহিলাদল নেত্রী তানিয়া আক্তার, আমেনা আক্তার মুক্তা, রুবাইয়াত নাছিমা আক্তার, হেলেনা শাহনাজ, পারভীন শিখা, রহিমা বেগম, তাহমিনা বেগম, শিমলা মনি, সুবর্ণ আক্তার, ডালিয়া আক্তার প্রমুখ।