গাজীপুরে মিথ্যা মামলা দিয়ে মুক্তিযোদ্ধাকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, জুলাই ১৬, ২০২২ ২:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, জুলাই ১৬, ২০২২ ২:৪০ অপরাহ্ণ
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে এক বীর মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার গাজীপুর শহরের একটি পত্রিকা অফিসে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার বীর মুক্তিযোদ্ধা আবু তাহেরের ছেলে-মেয়েরা।
এ সময় লিখিত বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আবু তাহেরের মেয়ে কুলুম বিবি বলেন, আমার বাবা ১৯৯৫ সালে গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর সেনানিবাস সংলগ্ন পাঁচ কাঠা জমি ক্রয় করে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। আমাদের প্রতিবেশী আক্তারুজ্জামান দুলাল নানা সময়ে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে আমাদের। আমার বাবার জমিটি দখল করার জন্য আক্তারুজ্জামান দুলাল আমার বাবা ও তিন ভাইয়ের বিরুদ্ধে গাজীপুর এবং ময়মনসিংহের আদালতে নারী ও শিশু নির্যাতন, হত্যাচেষ্টা এবং ডাকাতির মামলা দিয়ে হয়রানি করে আসছে। মিথ্যা মামলায় বর্তমানে আমার বাবা জেলহাজতে আছেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, আক্তারুজ্জামান দুলাল নিজে একজন আইনজীবী হওয়ায় আদালতে বিশেষ সুবিধা নিচ্ছেন। মুক্তিযোদ্ধার ছেলে তরিকুল ইসলামের বিরুদ্ধে ২০১৯ সালে নারী ও শিশু নির্যাতনের মিথ্যা মামলা দায়ের করে। পরে পিবিআইয়ের তদন্তে এ মামলা মিথ্যা প্রমাণিত হয়। চলতি বছর ১৮ মার্চ তার বাবা, ছয় ভাই ও ভাতিজাকে একটি হত্যাচেষ্টার মিথ্যা মামলা দেওয়া হয়। এ মামলায় তার ৭৫ বছর বয়সী বৃদ্ধ বাবা ১৫ দিন হাজতবাস করেন। পুলিশ একজন বয়স্ক বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা কর্মকর্তাকে হাতে হ্যান্ডকাপ পরিয়ে আদালতে নিয়ে যায়।
কিছু দিন আগে গাজীপুর মহানগরীর সালনায় একজন আইনজীবী তার বাড়িতে আত্মহত্যা করেন। বিষয়টি থানায় মামলা হলে ওই মামলাতেও তার তিন ভাইকে আসামি করা হয়। তারা সম্প্রতি জানতে পেরেছেন ময়মনসিংহে একটি ট্রাকে ডাকাতির ঘটনায় তার এক ভাইকে আসামি করা হয়েছে। এভাবে একের পর এক মিথ্যা মামলা দিয়ে তাদের জমি থেকে উচ্ছেদ এবং জমি দখলের পাঁয়তারা করছে আক্তারুজ্জামান দুলাল।
এ বিষয়ে ওই মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্টদের কাছে সুবিচার প্রার্থনা করেছেন।
সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা আবু তাহেরের ছেলে আমিরুল ইসলাম, মেয়ে ফাতেমা বিবি ও মাহমুদা বিবি উপস্থিত ছিলেন।
এ বিষয়ে অভিযুক্ত আক্তারুজ্জামান দুলাল বলেন, বাড়ি থেকে বের হওয়ার বনের জমিতে রাস্তা নিয়ে আবু তাহেরের ছেলেরা আমার মা-বাবাকে মারধর করে। পরে এ বিষয়ে থানায় অভিযোগ দিলে পুলিশ তদন্ত গেলে তারা আরও ক্ষেপে গিয়ে তার ওপরেও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এছাড়া বাড়ির ভাড়াটিয়াদের কাছ থেকে মোবাইল-টাকা ছিনতাইসহ বিভিন্নভাবে অত্যাচারিত হওয়ায় তাদের বিরুদ্ধে কোর্টে মামলা দায়ের করা হয়েছে।