• আজ রাত ১০:৪৭, শনিবার, ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গাজীপুরে স্ত্রী- সন্তানকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ২১, ২০২২ ১০:১৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ২১, ২০২২ ১০:১৭ পূর্বাহ্ণ

 

গাজীপুরে স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যা করে পালিয়েছে এক রিকশাচালক মফিজ (৬০)।

গতকাল রোববার (২০ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে নগরের বোর্ড বাজার পূর্ব কলম্বেশর এলাকার মো. নাছিরের বাড়িতে এ ঘটনা ঘটে।

মফিজের বাড়ি টাঙ্গাইলের মধুপুর উপজেলার ইদুলপুর গ্রামে। বর্তমানে তিনি ঢাকার মহাখালী এলাকায় রিকশা চালিয়ে পরিবার চালাতেন। স্ত্রী রহিমা (৩৮) ও ছেলে রোকন (১৭)কে হত্যার পর মফিজ পলাতক রয়েছে।

নিহতের স্বজনরা জানায়, পারিবারিক কলহের জের ধরে মফিজ প্রায়ই রহিমাকে মারধর করত। রোববার সন্ধ্যা ৭টার দিকে বাসায় আসে মফিজ। সবাই ঘুমিয়ে গেলে রাত ১টার দিকে মফিজ তার স্ত্রী ও বড় ছেলে রোকন (১৭)কেও কুপিয়ে হত্যা করে। এ সময় আশপাশ থেকে লোকজন আসার শব্দে মফিজ পালিয়ে যায়।

গাছা থানা পুলিশের ওসি ইসমাইল হোসেন জানান, ঘটনাস্থল থেকে স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক মফিজকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!