গাজীপুর স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, নভেম্বর ৪, ২০২২ ১:০০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, নভেম্বর ৪, ২০২২ ১:০০ পূর্বাহ্ণ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার জারির প্রতিবাদে মশাল মিছিল করেছেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গাজীপুরের ঢাকা রোডে এ মিছিল অনুষ্ঠিত হয়। গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল হালিম মোল্লার নেতৃত্বে মিছিলে ফরহাদ হোসেন, হাফিজ, হারুন, মনির, দেলোয়ার, কালাম, আলামিনসহ কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময়ে হালিম মোল্লা বলেন, যতই ষড়যন্ত্র করুক, অত্যাচার করুক এই সরকারের শেষ রক্ষা হবে না। এই সরকারকে রাজপথে মোকাবেলায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসানের নেতৃত্বে নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। যেকোনো ত্যাগ স্বীকার করে রাজপথের আন্দোলনকে তারা সফল করবেন।