• আজ রাত ২:১৭, শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গোলাপগঞ্জে নানা আয়োজনে ঐতিহাসিক ৭মার্চ পালিত

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ৭, ২০২২ ৫:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ৭, ২০২২ ৫:০৬ অপরাহ্ণ

 

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল সোমবার দিবসের কর্মসূচি অনুযায়ী সকাল ৯ টায় উপজেলা প্রাঙ্গনে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্থবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে। এর পরে একে একে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা আওয়ামী লীগ, গোলাপগঞ্জ পৌরসভা, গোলাপগঞ্জ মডেল থানা, উপজেলা মুক্তিযুদ্ধ সংসদ, গোলাপগঞ্জ জোনাল অফিস, উপজেলা সহকারী শিক্ষক সমিতি সহ উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ শ্রদ্ধা নিবেদন করেন ।

পরে সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল আহাদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে দেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিরা বেগম শিলা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে দেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি আবিদা সুলতানা, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী, উপজেলা মুক্তিযুদ্ধ সংসদের সাবেক কমান্ডার শফিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিল্লুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, আমুড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ হাছিন আহমদ মিন্টু, ফুলবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হানিফ খান।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জুনাইদ কবির, গোলাপগঞ্জ পল্লি বিদ্যুতের ডিজিএম গোপাল চন্দ্র শিব, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান নাজমুল আলম, সমাজসেবা কর্মকর্তা নুরুল হক, সহকারী শিক্ষা কর্মকর্তা পারভেজ তালুকদার, দপ্তর সম্পাদক নাজিমুল হক লস্কর, সহ-দপ্তর সম্পাদক হোসেন আহমদ, সদস্য আবুল কাশেম সেবুল, কামাল উদ্দিন, ফরিদ উদ্দিন ইরান, জাফরান জামিল, আজমল হোসেন মনি, উপজেলা মুক্তিযুদ্ধ সন্তান কমান্ডের সভাপতি মনজিল আহমদ, সাধারণ সম্পাদক আলী হোসেন।

এছাড়াও গীতিনাট্য মহানায়ক, সাংস্কৃতিক অনুষ্ঠান, ছাত্রছাত্রীদের অংশ গ্রহণে ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতার আয়োজন, সকল সরকার ভবন সমূহে ও উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে দিনব্যাপী ৭ই মার্চের ভাষণ প্রচার ও ভিডিও প্রদর্শনী করা হয়।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!