• আজ রাত ২:৪৫, শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গোলাপগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান’র শপথ গ্রহণ

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ১৭, ২০২২ ৫:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ১৭, ২০২২ ৫:৩৯ অপরাহ্ণ

 

গোলাপগঞ্জ প্রতিনিধি
রোববার (১৭ জুলাই) বেলা সাড়ে ১২টায় সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের হলরুমে তাঁকে শপথবাক্য পাঠ করান সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।

১৫ জুন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে চমক দেখিয়েছে মঞ্জুর কাদির শাফী এলিম। বেসরকারি ফলাফলে বিজয়ী হন নৌকা প্রতীকের প্রার্থী ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম। তিনি পেয়েছিলেন ৪৯,৯২০টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভিপি শফিক উদ্দিন পেয়েছিলেন ১৬,৭০৭ ভোট। ৩৩,২১৩টি ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে বিজয়ী পেয়েছিলেন মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম। ফলাফল ঘোষণা করেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শাকুর মাহমুদ মিঞা।

প্রসঙ্গত, ১৯ ফেব্রুয়ারি উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর মৃত্যুতে পদটি শূন্য হলে এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!