• আজ বিকাল ৫:২৮, শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রজব, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গোলাপগঞ্জ সোসাইটি অব পেনসিলভেনিয়ার প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৫, ২০২২ ১১:০৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ২১, ২০২২ ১১:০৭ পূর্বাহ্ণ

 

ডেস্ক নিউজ

উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে গোলাপগঞ্জ সোসাইটি অব পেনসিলভানিয়ার নবনির্বাচিত কার্যকরী পরিষদের প্রথম সাধারণ সভা সোসাইটির সভাপতি সালা ইউ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান আহমদের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

সভায় সকল কার্যকরী পরিষদ নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যোগ্যতা ও দক্ষতায় পরিপূর্ণ সভাপতির যোগ্য নেতৃত্বে ও সাধারণ সম্পাদকের দিক নির্দেশনায় ইনশাআল্লাহ্‌ সোসাইটি তার কার্যক্রমের মাধ্যমে অত্র এলাকায় ও সারা দেশে সুনামের সাথে তাদের কার্যক্রম চালিয়ে একটি মাইলফলক হিসেবে অবস্থান তৈরি করবে।

সভাপতির বক্তব্যে সালা ইউ খান বলেন, আমরা সবাই একটি পরিবার, আমরা একে অন্যের পাশে সুখে দুঃখে থাকবো। আমরা যে কাজই করবো সেরাটা দেয়ার চেষ্টা করবো। তিনি আরো বলেন আমি আপনাদের তথা সর্বত্র গোলাপগঞ্জ বাসীর সেবায় ২৪ ঘন্টা আমাকে আপনারা পাবেন। এই সোসাইটি সকলের, এই সোসাইটির কাজই হবে গোলাপগঞ্জবাসীর কল্যাণে পাশে থাকা।” সভায় উপদেষ্টা পরিষদ ও কার্যকরী পরিষদের অভিষেক আয়োজন ও এর ব্যবস্থাপনার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি ওলিউর রহমান খান বাচ্চু, সহ-সাধারণ সম্পাদক আকছার মুহাম্মদ জুনেদ, কোষাধ্যক্ষ সালাম এ খান, সহ-কোষাধ্যক্ষ আব্দুল হাফিজ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এহসান খান, সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুল করিম ফয়সল, প্রচার সম্পাদক আরিফ মুহাম্মদ, দপ্তর সম্পাদক রেজাদ খান, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জুনেদ আহমদ, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাওছার খান, যুব ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রাহিম উদ্দিন রিমন, নির্বাহী সদস্য রুহুল আহমেদ স্বপন, মাহবুব সানী, ফরহাদ রেজা। সভাপতির সৌজন্যে ডিনার পরিবেশনের মাধ্যমে সভার সমাপ্তি করা হয়।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ